নির্দলীয় সরকারের দাবিতে অবরোধে বৃহস্পতিবার সকালে বন্দর নূর আহমেদ সড়কে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে তিনি একথা বলেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির এই নেতা বলেন, “পুলিশ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে প্রতি রাতে তাদের বাড়ি বাড়ি হানা দিচ্ছে।
“চট্টগ্রামের মানুষ স্বৈারাচারের রক্তচক্ষুকে ভয় পায় না। নির্দলীয় সরকারের দাবি না মেনে আওয়ামী লীগ একদলীয় নির্বাচন করার সিদ্ধান্তে অটল থাকলে চট্টগ্রাম থেকেই দুর্বার আন্দোলন করে সরকারের বিদায় ঘণ্টা বাজানো হবে।”
নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ ওয়াহিদুল আলম।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসাইন, নগর বিএনপি নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, আব্দু সাত্তার, কাজী আকবর, পেশাজীবী সংগ্রাম পরিষদের সভাপতি ডা. খুরশীদ জামিল চৌধুরী প্রমুখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।