আমার একটি সশস্ত্র আন্দোলনের ডাক দিতে ইচ্ছে করে
নিজের বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে, নিয়মের নামে অনিয়মের বিরুদ্ধে।
নানা রকম অস্ত্রের ঝনঝনানি নয়, নয় কোন গ্রেনেড বোমার বিষ্ফোরণ,
কলমের কালি যুদ্ধের সশস্ত্র উপকরণ, হাতে কলম নিয়ে সামিল হব যুদ্ধে।
এ আন্দোলন দেখে তবুও ওরা ভয় পাবে
কেননা ওরা শুধু জানে কি করে মানুষ মারতে হয়।
জানেনা কলমও একটি জাতিকে বিজিত করতে পারে
কলমের কালির বর্ণমালাও কি ভীষন আন্দোলিত হয়।
আমার একজন নূর হোসেন হতে খুব ইচ্ছে করে
যার আত্মত্যাগের বিনিময়ে মিলেছিল নাগরিক ভোটাধিকার।
একটাই জীবন যদি মানুষের স্বার্থ রক্ষায় দিয়ে দিতে হয়
কথা দিচ্ছি একবারও করবনা ভয়াল চিৎকার।
এ আত্মত্যাগ দেখে তবু ওরা ভয় পাবে
কেননা ওরা শুধু জানে কি করে রক্তে ভাসাতে হয়।
জানেনা রক্ত-জখম-মৃত্যু একটি জাতিকে তরতাজা যুবকে পরিনত করতে পারে
সমুদ্র সম অন্ধকারকে তারা এক ঢোকে গিলে কেমন জাগ্রত হয়।
আমার খুব বিদ্রোহী নারী হয়ে উঠতে ইচ্ছে করে
যার অগ্নি দৃষ্টিতে ভয় পেয়ে রণভঙ্গ করে পালায় কাপুরুষের দল।
যদি প্রিয়তম পুরুষের ভালবাসাকে ফিরিয়ে দিতে হয়
অশ্রু মুছে বিভিষিকাময় বিরহেও রব আমি অবিচল।
এ আত্মত্যাগ দেখে ওরা তবু ভীত হবে
কেননা ওরা জানে কি করে দরিদ্র সমাজে লুট করতে হয়।
জানেনা ভালবাসার নির্বাসন একটি জাতিকে নিঃস্বার্থ করতে পারে
অশুভ শক্তি দমনে তারা ছুটে চলে কতটা ক্ষীপ্রতায়।
তানিয়া হাসান খান
সময়: ১0:23 মি. (রাত্রি)
তারিখ:১০/১১/২০১৩ইং
২৬ই কার্তিক ’১৪২০বাং
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।