আমাদের কথা খুঁজে নিন

   

ধর্ম ও বিশ্বাস এবং আস্তিক ও নাস্তিক



সামুতে ধর্ম নিয়ে প্রায়ই লেখা হয়। বেশীরভাগ লেখাই হয়ে থাকে কোন না কোন ধর্মের বিরুদ্ধে, বিশেষ করে ইসলাম ধর্মের বিরুদ্ধে। আবার কিছু লেখা আছে বিতর্ক সৃষ্টি না করার আহবান জানিয়ে। ধর্ম একটা বিশ্বাস। আপনি আপনার বাবা ও মাকে দেখেননি যে তারা আপনাকে জন্ম দিয়েছেন।

কিন্তু আপনি তাদের জানেন, বিশ্বাস করেন, কারণ ছোটবেলা থেকেই তা বিশ্বাস করে এসেছেন্। তেমনি ধর্মও একটা বিশ্বাস। যে কোন কারনেই হোক আমরা ধর্ম বিশ্বাস করি। সেটা ইসলাম হোক, আর হিন্দু হোক অথবা অন্য যাই হোক। সব ধর্মই কিন্তু অদৃশ্য একজনকে বিশ্বাস করতে বলে, সব ধর্মই পরকালে বা মৃত্যুর পরের জীবনে বিশ্বাস করে।

এমনি করে প্রত্যেক ধর্মের স্ট্রাকচার একই, কিন্তু প্র্যাকটিসটা হয় ভিন্ন। আর সাংস্কৃতিক কিছু পার্থক্যও থাকে কারণ এক একটি ধর্মের উৎপত্তিস্থল ভিন্ন। যারা কোন ধর্ম বিশ্বাস করেন না তাদের বলছি। আমার মতে কোন না কোন ধর্ম বিশ্বাষ করা উচিৎ বা একে একটা স্ট্যান্ডার্ড ধরে জীবন ধারন করা উচিৎ। এতে জীবনে একটা শৃঙ্খলা আসে।

আর ধর্ম বিশ্বাস করলে আপনার তো কোন সমস্যা নেই! আমার এক স্যার বলতেন, তিনি ধর্ম পালন করেন, ধর্ম যদি নাই থাকে তাহলে তো তার কোন লস নেই, কিন্তু ধর্ম যদি থেকে থাকে তাহলে তো পরকালে কিছু একটা পাবেন! (যদিও উনি এটা কৌতুক করে বলেন, আর আমি এটাকে কোন যুক্তি মনে করি না। ) ধর্ম বিশ্বাস করেন আর নাই করেন, সেটা আপনার ব্যাপার আর আপনার বিশ্বাস। আপনি চান, আপনার বিশ্বাসের মর্যাদা দেয়া হোক। তেমনি যারা ধর্ম বিশ্বাস করে তারাও চায় তাদের বিশ্বাসকে মর্যাদা দেয়া হোক। কিন্তু সামুতে 'অধিকারের' কথা বলে যারা ধর্মের বিরুদ্ধে লিখে যাচ্ছেন তাদের বলছি, আপনার অধিকার মানে কি অন্যকে আঘাত দেয়া? তেমনি একজন আস্তিকেরও অধিকার আছে আঘাত না পাওয়ার।

আপনার জানার আকাঙ্খা থাকতে পারে। থাকতে পারে বিভিন্ন প্রশ্ন। আপনি যদি আসলেই জানতে চান, তাহলে উপযুক্ত স্থানে (যে ধর্ম সম্পর্কে জানতে চান, সে ধর্ম ভাল বুঝে এমন কারো কাছে) গেলেই পারেন! মিডিয়াতে এসব প্রকাশ না করাই ভালো। ছদ্ধ নামে তারা লেখেন। কয়েকটি লেখা পর্যবেক্ষন করে আমার মনে হয়েছে, তারা একাধিক নিক ব্যবহার করেন এবং নিজেই নিজেদের রেটিং করেন ও নিজের লেখার পক্ষে মন্তব্য করেন।

আবার সমমতের লেখার পক্ষে একাধিক নিক ব্যবহার করে মন্তব্য করেন। তারা আসলে কি চান, জানি না। মনে হয় বিতর্ক সৃষ্টি করাই এদের কাজ। আসুন, আমরা অন্যকে, অন্য ধর্মকে, অন্য বিশ্বাসকে (নাস্তিক সহ) সম্মান করতে শিখি। আমাদের উচিত, আমাদের বিশ্বাসের পক্ষে লিখা, কিন্তু অন্যকে আঘাত দেয়া নয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.