!!!!!
শীর্ষে থাকো তুমি
ধারাপাতে বর্ণিত অধ্যায়
নীলিমায় নীলতম মেঘ
ধরাতলে
নির্নিমেষ চেয়ে আছি
মেঘেরই আশায়।
রাত্রিরঙ্গা মেঘ
নেমে এসো ধরাতলে
চাতক হয়ে বসে আছি
তোমারি আশায়।
জানি থাকবেই তুমি শীর্ষে
তবুও ধরাতলে
তোমারি রুপের লাজে
চাঁদলতা হাত গুমরে মরে
বিষবৃক্ষ সাজে
অভিশাপ দ্যায়!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।