আমাদের কথা খুঁজে নিন

   

ত্রি নয়নের ভালবাসা

যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে।জেনো তুমি,আমি হাটি এই পথে ত্রি নয়নের ভালবাসা ১ আমি তোমার দিকে তাকিয়ে থাকি ভালবাসার নিষ্পলক ভাবনা নিয়ে; তুমি হৃদয় ছুঁয়ে যাও, তুমি হৃদয় নিয়ে যাও সমস্ত দুঃখকে বাতাসে বাতাসে ধুলোর মতো উড়িয়ে দিয়ে। ২ তোমায় ভালবাসি।। ভালবাসি,যেমন শ্বাস নিই আরেকটা ক্ষণ বাঁচার আনন্দে। আরো দু’কদম আগালে যেমন ভাবি তোমার স্পর্শ কেবল আমার, কেবল তুমি। ৩ ভালবাসা এমনই হোক চোখের সামনে চোখ, ঠোটের ওপর ঠোট, কষ্টের পিঠে সুখ, এক আকাশ সুখ, আলোর কাছে আঁধার বুজুক, ছেড়া স্যান্ডেলে পথ চলুক; আমি তো এমনই,দুনিয়া চিনুক, তোমার চিবুকে ভালবাসা থাকুক; চোখের জলে কুয়াশা পড়ুক, অযাচিত নাগরিক উন্মাদনায় বাউকুড়ানি লাগুক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.