আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের রাজনীতিকদের চরিত্র



এরা হলেন আমাদের দেশের রাজনীতিবীদ। বিএনপি মহাসচিব দেলোয়ারের বাসার বাজার যেত সংসদ ক্যাফেটারিয়া হতে (যুগান্তর ২৩ এপ্রিল), আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সর্ব জনাব তোফায়েল, সুরঞ্জিত, আশরাফ এরা ডিজিএফআই এর সহচর (আব্দুল জলিলের ভাষ্য), শেখ হাসিনা সরকারী অতিথি ভবন 'গণ ভবন' দখল করেছিলেন ২০০১ সালে ক্ষমতা থেকে যাওয়ার সময়। শেখ রেহানাকেও একটি বাড়ী দিয়েছিলেন । এই দুই বোনের বাড়ীই পরবর্তীতে বাতিল করা হয়। খালেদা জিয়া দুইটি সরকারী বাড়ী বরাদ্ধ নিয়েছেন (বৈধ অবৈধ তর্কে যাচ্ছি না)।

পচিশে ফেব্রুয়ারী ২০০৯ সালে পিলখানায় নারকীয় হত্যাযজ্ঞে ৬০ জনের বেশী মেধাবী সেনা কর্মকর্তাকে নৃশংসভাবে যারা হত্যা করেছে তাদের সহচর ও মদদদাতা হিসেবে আওয়ামী লীগের কয়েকজন এম.পি.র বিরুদ্ধে ব্যপক অভিযোগ শুনা যায়। আরও অনেক কাহীনী তো পত্র পত্রিকা মারফত জনগণ জেনে ফেলেছে। .............. এরাই যদি হয় আমাদের নেতা। এরাই যদি হয় আমাদের কর্ণধার তাহলে আমরা কেমন জাতি। ভেবে দেখা উচিত নয় কি।

এ ধরনে রাজনৈতিক দলকে ছুড়ে ফেলে দিয়ে নতুন সুস্থ ধারা সৃষ্টি করার জন্য এগিয়ে আসা উচিত নয় কি? নতুবা কি করা উচিত? পাঠক, কিছু বলবেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.