গণভবনে বৃহস্পতিবারের এই ইফতারে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা ছাড়াও জাতীয় পার্টি ও বামপন্থী বিভিন্ন দলের নেতারা অংশ নেন।
ইফতার অনুষ্ঠানে ছেলে সজীব ওয়াজেদ জয় ও পুত্রবধূ ক্রিস্টিন ওভারমায়ারকে নিয়ে সবার সঙ্গে কুশল বিনিময় করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে ছিলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া।
জাতীয় সংসদের প্রধান হুইপ আবদুস শহীদ, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার ও সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, গণআজাদী লীগের সভাপতি হাজী আব্দুস সামাদ, কমিউনিস্ট কেন্দ্রের ওয়াজেদুল ইসলাম খান, গণতন্ত্রী পার্টির শাহাদাত হোসেন, ইসলামী ঐক্যজোটের (একাংশ) চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী অনুষ্ঠানে ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই টেবিল ইফতার করেন এরশাদ, মেনন, আমির হোসেন আমু, তোফায়েল আহমদ, সৈয়দা সাজেদা চৌধুরী, মিছবাহুর রহমান চৌধুরী, শরীফ নুরুল আম্বিয়া, সৈয়দ আশরাফুল ইসলাম।
বিকাল ৬টায় ছেলে ও বউকে নিয়ে অনুষ্ঠানস্থলে আসেন প্রধানমন্ত্রী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।