আমাদের কথা খুঁজে নিন

   

রাজনীতিকদের কাজে হতাশ নারীনেত্রীরা

দেশে নারী আন্দোলনের অন্যতম প্রধান এই দুই সংগঠক শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোচনা অনুষ্ঠানে তাদের হতাশার কথা জানান।

বিরোধী জোটবিহীন নির্বাচনের পর বাংলাদেশ কোন পথে যাচ্ছে- তার বিশ্লেষণে এই আলোচনা অনুষ্ঠানে তিন রাজনীতিক আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম অংশ নিচ্ছেন।

মহিলা পরিষদের সভানেত্রী আয়েশা খানম বলেন, “দেশে ব্যক্তি ও প্রতিষ্ঠানকেন্দ্রিক যে মধ্যযুগীয় রাজনীতির চর্চা হচ্ছে- সেই দৃষ্টিভঙ্গি থেকে বের হতে হবে। একুশ শতকে এসে মধ্যযুগীয় রাজনীতি চর্চা হচ্ছে। ”

রাজনৈতিক সংঘাতে গত এক বছরে প্রাণহানির চিত্র তুলে ধরে তিনি বলেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ।

অথচ তাদের জন্যে এ গণতন্ত্র চর্চা।

রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় আসার আহ্বান জানানোর পাশাপাশি আয়েশা খানম বলেন, “শুধু নির্বাচন কিভাবে হবে, তা নিয়েই যেন আলোচনা না নয়, বরং দেশের অন্যান্য ইস্যুগুলোকে বিবেচনায় নিয়ে এগোতে হেব। ”

বিএনপিকে জামায়াতে ইসলামীর সঙ্গ ছাড়ার পরামর্শও দেন মহিলা পরিষদের সভানেত্রী।

নিজের করি’র প্রধান খুশি কবির বলেন, “এখন রাজনৈতিক দলগুলোর মূলভিত্তি জনগণ নয়। তারা জনগণের কাছে দায়বদ্ধতা নিয়ে নয়, দলকে কিভাবে আরো প্রভাবশালী করা যায়, ভোটে জেতা যায়, তা নিয়ে ব্যস্ত।

“নির্বাচনী ইশতেহার নিয়ে দলগুলো জনগণের কাছে ফিরে আসেন না। এই রাজনৈতিক চর্চার পরিবর্তন করতে হবে। ”

জামায়াত ইস্যুতে দলগুলোকে অবস্থান স্পষ্ট হওয়ার দরকার বলেও মনে করেন তিনি।

“যখন দেখি জামায়াত যোগ দিচ্ছে আওয়ামী লীগে; তখন হতাশ হই। আমাদের প্রধান দুইটি দলকে স্পষ্ট করতে হবে, তারা যা বলেন, তা আসলেই বিশ্বাস করেন কি না।

সিপিবি সভাপতি সেলিম জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের বিষয়ে আওয়ামী লীগকে অবস্থান স্পষ্ট করতে বলেন।

“বিএনপি তো পরিষ্কার করেছে, জামায়াত তাদের সঙ্গে থাকবে। আওয়ামী লীগ যদি অগ্রসর না হয়, তাহলে আরো বিপদ বাড়বে। আওয়ামী লীগ কেন জামায়াতকে নিষিদ্ধ করে না?”

জামায়াত নিষিদ্ধের বিষয়ে শিক্ষক-কলামনিস্ট সলিমুল্লাহ খান বলেন, সন্ত্রাসবাদীর সঙ্গে জোট করলে তাদেরও সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করতে হবে।

“জামায়াত সন্ত্রাসবাদী দল হিসেবে নিষিদ্ধ হলে, এমন নিষিদ্ধ দলের সঙ্গে যারা জোট করবে তারাও একইভাবে চিহ্নিত হবে।

এসব বিষয়ে কনসেনসাসে করতে হবে। ”

এর আগে বক্তব্যে দশম সংসদ নির্বাচন রাজনৈতিকভাবে সিদ্ধ হয়নি দাবি করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই অবস্থা চললে জনগণের ভোটাধিকার ফিরে আসবে না।

বিরোধী জোটবিহীন নির্বাচনের দিকে ইঙ্গিত করে আমীর খসরু বলেন, “এ নির্বাচন সাংবিধানিকভাবে সিদ্ধ, কিন্তু রাজনীতিকভাবে সিদ্ধ হয়নি। কোনোভাবেই তা জনপ্রতিনিধিত্বশীল নির্বাচন নয়।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান ভোট বর্জন করে আসা বিএনপির এই নেতা।

সভায় বিএনপি নেতার আগে বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেন, একাদশ সংসদ নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে।

তিনি বলেন, “একটি নির্বাচন হয় ৫ বছরের জন্য। সরকার ৫ বছর থাকার চেষ্টা করে।

“আমরা কখনো বলিনি, সংলাপের প্রয়োজন নেই। অবশ্যই একাদশ সংসদ নির্বাচন হবে, এ জন্য আলোচনা হবেই।


দশম সংসদ নির্বাচনে সব দলকে আনতে আওয়ামী লীগের চেষ্টা ছিল জানিয়ে তোফায়েল বলেন, “দুর্ভাগ্য সেটা হয়নি, তবে আমরা চেষ্টার ত্রুটি করিনি। ”

নতুন সরকারের বাণিজ্যমন্ত্রী তোফায়েল বলেন, রাজনৈতিক বিভেদ ভুলে দেশের অগ্রগতি নিয়ে কাজ করবেন তারা।

সভায় বক্তব্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম রাজনৈতিক সঙ্কটে অর্থনীতির ক্ষতির চিত্র তুলে ধরে তা এড়াতে রাজনৈতিক দলগুলোর সমঝোতার ওপর জোর দেন।

সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা বলেন, দশম সংসদ নির্বাচনে এসে গ্রহণযোগ্য নির্বাচনের ধারায় ছেদ ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে এই অনুষ্ঠানে দেশের শীর্ষ পর্যায়ের রাজনীতিক, কূটনীতিক, ব্যবসায়ী, নারীনেত্রীরা এক হয়েছেন।

আলোচনা অনুষ্ঠানে সঞ্চালনা করছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ওয়েবসাইটে এই অনুষ্ঠান দেখা যাচ্ছে। সরাসরি সম্প্রচার করছে একাত্তর টেলিভিশনও।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.