পাবনার ঈশ্বরদীতে ছাত্রদল ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় ঈশ্বরদী পৌর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ১০/১৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিক্ষুব্ধরা ৬/৭টি দোকান পাটে ব্যাপক ভাঙচুর করে। পুলিশ জানায়, আদালতের রায়ে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান বেকসুর খালাস পাওয়া উপলক্ষে সন্ধ্যায় ঈশ্বরদী পৌর ছাত্রদল আনন্দ মিছিল বের করে। মিছিল শেষে পুরাতন বাস স্ট্যান্ড মোড়ে পথসভা চলাকালে ছাত্রলীগ কর্মীরা ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদ ইমরুল কায়েস সুমন জানান, বিনা উস্কানিতে আমাদের মিছিলে ছাত্রলীগ কর্মীরা হামলা করে। তবে ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের বিশ্বাস এ অভিযোগ অস্বীকার করে দাবি করেন ছাত্রদলই তাদের ওপর হামলা চালিয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।