আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের ধাওয়া

বগুড়া সরকারি আযীযুল হক কলেজে ছাত্রদলের মিছিলকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেল ভাঙচুর, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল দুপুর ১২টায় কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। জানা যায়, বগুড়া সরকারি আযীযুল হক কলেজে ছাত্রদল ও ছাত্রলীগের কোনো কর্মসূচি ছিল না। গতকাল ১২টায় ছাত্রদলের একটি মিছিল স্লোগান দিয়ে ক্যাম্পাস পরিদর্শনকালে ছাত্রলীগ কর্মীরা ধাওয়া করেন। এ সময় পর পর দুটি ককটেলের বিস্ফোরণ হয়। কেউ আহত না হলেও সংবাদ পেয়ে থানা পুলিশ পেঁৗছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বগুড়া জেলা ছাত্রলীগ সভাপতি আল রাজি জুয়েল জানান, ছাত্রদল ক্যাম্পাসে বহিরাগতদের নিয়ে মহড়া দিয়ে ককটেল বিস্ফোরণ করেছে। ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ ঘটনা ঘটেছে। আযীযুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক জানান, কলেজ ছাত্রদলের কোনো কর্মসূচি ছিল না। তবে জেলা ছাত্রদল সভাপতি জাহাঙ্গীর আলম ক্যাম্পাসে এলে ছাত্রদল নেতা-কর্মীরা স্লোগান দেন। এ সময় ছাত্রলীগ কর্মীরা ধাওয়া করেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম জানান, গতকাল কলেজে কোনো ছাত্র সংগঠনেরই মিছিলের কর্মসূচি ছিল না। হঠাৎ ছাত্রদল মিছিল বের করলে সেখানে বিবাদ শুরু হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.