আমাদের কথা খুঁজে নিন

   

ছয় উপজেলায় বিএনপির হরতাল পালিত

বরিশালের গৌরনদী ও বাকেরগঞ্জ, সিরাজগঞ্জ সদর ও কাজিপুর, পাবনার সুজানগর এবং ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় গতকাল বিএনপির ডাকা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। বুধবার প্রথম দফা উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কারচুপি, নেতা-কর্মীদের ওপর হামলা, ব্যালটববাঙ্ ছিনতাইসহ নানা অভিযোগে স্থানীয় বিএনপি এ হরতালের ডাক দেয়।

বাজিতপুরে শনি ও রবিবার হরতাল : এদিকে কিশোরগঞ্জ প্রতিনিধি জানান,

উপজেলা নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে শনি ও রবিবার বাজিতপুরে ৪৮ ঘণ্টা হরতাল দিয়েছে বিএনপি। গতকাল উপজেলা বিএনপির কার্যালয়ে এক সভা থেকে হরতালের ঘোষণা দেওয়া হয়। উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান মঞ্জুর সভাপতিত্বে সভায় অধ্যাপক তোফাজ্জল হোসেন বাদল, বিএনপি সমর্থিত পরাজিত চেয়ারম্যান প্রার্থী কাইয়ুম খান হেলাল প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.