আমাদের কথা খুঁজে নিন

   

মিসরে সংবিধানের খসড়া প্রণয়নে প্যানেল

মিসরে সংশোধিত সংবিধানের চূড়ান্ত খসড়া প্রণয়নে ৫০ সদস্যের প্যানেল ঘোষণা করা হয়েছে। দেশটির সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আদলি মানসুর এ ঘোষণা দেন। মুসলিম ব্রাদারহুডের প্রত্যাখ্যান সত্ত্বেও দেশটির গুরুত্বপূর্ণ সেক্যুলার ব্যক্তিত্বদের নিয়ে প্যানেলটি গঠন করা হয়েছে। আগামী ৬০ দিনের মধ্যে প্যানেলটিকে অন্তর্বর্তী প্রেসিডেন্টের কাছে সংশোধিত সংবিধানের চূড়ান্ত খসড়া হস্তান্তর করতে হবে। পরে সংবিধানটির অনুমোদনের জন্য ৩০ দিনের মধ্যে গণভোটের ঘোষণা দেবেন। হুমকির মুখে ব্রাদারহুড : নতুন প্যানেল গঠন মূলত মুরসির সমর্থনে গড়ে ওঠা আন্দোলন গুঁড়িয়ে দিতেই উদ্যোগটি নেওয়া হয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। চারটি টিভি চ্যানেল বন্ধের নির্দেশ : চারটি টেলিভিশন চ্যানেল বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। এসব চ্যানেলের মধ্যে মুসলিম ব্রাদারহুড পরিচালিত আহরার টোয়েন্টিফাইভ চ্যানেলও রয়েছে। কর্তৃপক্ষ বেশ কয়েকটি গণমাধ্যমের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়। বিবিসি, আল জাজিরা।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.