আমাদের কথা খুঁজে নিন

   

শেখ হাসিনা সংসদ রওশন এরশাদ বিরোধী দলের নেত

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দশম জাতীয় সংসদের সংসদীয় দলের নেতা নির্বাচিত করেছেন দশম সংসদের সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের এমপিরা। এ ছাড়া জাতীয় পার্টির সংসদীয় দলের সভায় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম মেম্বার বেগম রওশন এরশাদকে জাপার সংসদীয় দলের নেতার দায়িত্ব দেন জাতীয় পার্টির এমপিরা। ফলে দশম জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হচ্ছেন বেগম রওশন এরশাদ। জাতীয় সংসদ ভবনে গতকাল নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পর পরই আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। আওয়ামী লীগের বৈঠকে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সংসদীয় দলের নেতা ও সংসদ নেতা হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন। তাকে সমর্থন করেন নবম সংসদের প্রধান হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ। পরে সর্বসম্মতিক্রমে শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচিত করা হয়। এদিকে জাতীয় পার্টির সংসদীয় দলের সভায় বেগম রওশন এরশাদকে বিরোধী দলের নেতা ও জাপা সংসদীয় দলের নেতা নির্বাচন শেষে জাপা এমপিরা মিষ্টি মুখ করেন। জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠকের পর দলের সভাপতিমণ্ডলীর সদস্য মুজিবুল হক চুন্নু বলেন, বেগম রওশন এরশাদকে সর্বসম্মতভাবে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়েছে। এটা সংসদীয় দলের সর্বসম্মত সিদ্ধান্ত। অন্য কেউ আর কিছু বললেও তাতে হেরফের হবে না। জাতীয় পার্টি সরকারে থাকবে না বিরোধী দলে যাবে- এমন প্রশ্নে নির্বাচনকালীন সরকারের এই প্রতিমন্ত্রী বলেন, 'এ বিষয়ে তো সভায় লিখিত সিদ্ধান্ত হয় না। তবে আমরা সরকার ও বিরোধী দল_ দুই দায়িত্বেই থাকতে চাই। দলের ভেতরে এই মতই বেশি।' পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, খুব শীঘ্রই আমাদের পার্টি চেয়ারম্যান শপথ নেবেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে আলোচনার মাধ্যমে বর্তমান সংকট সমাধান সম্ভব। এতে জাতীয় পার্টি ভূমিকা রাখবে বলেও জানান তিনি। বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটসহ ৩২টি দলের বর্জনের মধ্যে অনুষ্ঠিত গত ৫ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে দশম সংসদ গঠিত হয়। এতে ২৩০টি আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ। জাতীয় পার্টি পেয়েছে ৩৩টি আসন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.