..............জানেত চাই জানাতে চাই..................
গতকাল গ্রাম থেকে আমার এক বন্ধু এবং বন্ধুর বড় বোন এসেছিল । সারাটা বিকেল ওদের নিয়ে ঘুরেছি আমার ক্যাম্পাসের অলিতে গলিতে। দেখেয়েছি অপারাজেয় বাংলা, দেখিয়েছি শহীদ মধুদার ক্যান্টিন। দেখিয়েছি আমার প্রিয় কার্জন হল। অনেক কথাই বলেছি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, শিক্ষার মান ও ঐতিহ্য নিয়ে।
আমার বিশ্ববিদ্যালয়কে যে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় এটাও বলতে ভূলেনি। বলেছি আরও অনেক কিছু, কিন্তু আমার হলের নেতারা যে মাসের পর মাস বাকি খেয়ে নিঃস্ব, অসহায় দোকানদার ফারূককে পথে বসিয়েছে আমি তাদের এটা বলেনি, আমি আরও বলেনি যে আমার বিশ্ববিদ্যিলয়ের এক গ্রুপের ছাত্র রাজনীতি ছেড়ে দিলে ওই গ্রুপ তাকে চোর বানিয়ে থানায় নিয়ে যায়। অথবা বলেনি ক্যান্টিনে ফ্রি বা কম টাকায় খেয়ে সাধারন ছাত্রদের দূর্ভোগ বাড়ানোর কথা। ভেবেছিলাম ওরা হয়ত এতসব জানবেনা । কাজেই আমার বিশ্ববিদ্যালয় তাদের কাছে স্বপ্নময় ক্যাম্পাস হয়েই থাকবে.........।
ওদের বিদায় দিয়ে প্রচন্ড মাথা ব্যাথার কারণে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম,
আজ সকালে আপুর ফোন পেলাম তিনি বললেন-
`স্বপ্ন! তোমার স্বপ্নের ক্যাম্সাস নিয়ে আজ বিবিসি যুগান্তর ও সমকাল পত্রিকার বরাত দিয়ে কিছু কথা বলছে তুমি শোন! আমি র্নটার দিকে নেট থেকে বিবিসির খবর টা শুনলাম এবং যা শুনলাম তা হল এই-
`বিশ্বের ৬০০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্হান ৪৯২২তম এবং উপমহাদেশে ৪৪ তম। ইতিহাসের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন জানালেন ১৭০টি দেশের মধ্যে শিক্ষার মানের বিবেচনায় বাংলাদেশের অবস্থান ১৪৪তম। '
আমি শুনলাম এবং হয়ত জীবনের প্রথম চরম আপমানের যন্রণায় কাঁদলাম।
আমি জানি আমার এই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী সবাই এই খবরটি শুনবেন, অপমানিত হবেন, কষ্ট পাবেন এবং অনেক কিছু ভাববেন, কিন্তু আবার দুদিন পরে সব ভূলেও যাবেন।
আমিও আস্তে আস্তে ভূলে যাব এবং আবার হয়ত কোন আপু আসবে তাকে আবার আমার বিশ্ববিদ্যালয়ের গল্প বলব আবার অপমানিত হব এবং হয়ত পৃথিবীর বুকে বেঁচে থাকব অসহায়, নির্লজ্জ ব্যাক্তি হিসেবে জাতির কর্ণধারদের ব্যর্থতার বোঝা মাথায় নিয়ে আরও অনেকদিন.............................
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।