আমাদের কথা খুঁজে নিন

   

ঐ যে সুদূর নীহারিকা (একটি ফুটুক পোস্ট)

চলছি, যেমন চলছে। ইমেইল: lostindrk@gmail.com
উইকিপিডিয়াতে নীহারিকা সম্পর্কে পড়ছিলাম। নীহারিকা ধূলিকণা, হাইড্রোজেন গ্যাস এবং প্লাসমা দ্বারা গঠিত এক ধরণের আন্তঃনাক্ষত্রিক মেঘ। একসময় নীহারিকা ছিল ছায়াপথ সহ যে কোন ধরণের বিস্তৃত জ্যোতির্বৈজ্ঞানিক বস্তুর সাধারণ নাম যা আকাশগঙ্গার বাইরে অবস্থিত। যেমন: বর্তমানে উল্লেখিত এনড্রোমিডা ছায়াপথের পূর্ব নাম ছিল এনড্রোমিডা নীহারিকা।

খটমটে ব্যাপারগুলো আমার বরাবরের মতনই মাথার এন্টেনার উপর দিয়ে চলে যায়। কিন্তু রূপবতী নীহারিকার ছবিগুলো দেখার পর থেকে আমার নিজের ক্ষুদ্রতা নিয়ে একধরণের সম্যক ধারণা চলে আসে। কেন জানি আমার রবিবাবুর নীহারিকার এই ভার্সানটাই বেশি পছন্দের। তুমি কি কেবলই ছবি, শুধু পটে লিখা। ওই-যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীড়, ওই যারা দিনরাত্রি আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদের মতো সত্য নও।

হায় ছবি, তুমি শুধু ছবি। । তথ্যসূত্র: পোস্টের নীহারিকা সংক্রান্ত সমস্ত ছবিই হাবল সাইট থেকে নেওয়া হয়েছে। উইকিপিডিয়া হতে নীহারিকা সম্পর্কে সংগাটি নেওয়া হয়েছে।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.