জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই
আজকের এই দিনে সবাই চাইছে বাঙ্গালি সংস্কৃতির চর্চা করতে। আমরা পান্তা-ইলিশের সংস্কৃতিতে ফিরে যেতে চাইছি। কিন্তু আমার কাছে মনে হয়, যারা আজকের দিনে পান্তা ইলিশের চর্চা করছেন, তাদের পক্ষেও এই সংস্কৃতি নিয়ে সারা বছর মেতে থাকা সম্ভব হয় না।
সংস্কৃতি চিরকালই ক্ষমতাবান আর অভিজাতের লেজুড়বৃত্তি করেছে। যদি পৃথিবীর ইতিহাসের কথা ধরি, আদিবাসীদের সংস্কৃতি আজ সারা পৃথিবীতে হুমকির সম্মুখীন।
তাদের নিজস্ব রীতি-নীতির সব কিছু বিসর্জন দিয়ে রাজনৈতিকভাবে তাদের উপরে যেই জাতি ক্ষমতাবান, তাদের সংস্কৃতি অর্জন করতে হচ্ছে । ক্ষমতাবান ও অভিজাতের সংস্কৃতি অর্জন করতে হচ্ছে তাদের বেঁচে থাকার স্বার্থে, তাদের জীবন ও জীবিকার প্রয়োজনে। অভিজাতের ও ক্ষমতাবানের কাছাকাছি যাওয়ার জন্য নিজের সংস্কৃতি বিসর্জন দিতে হচ্ছে।
যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়া ইত্যাদি দেশের আদিবাসীরা নিশ্চিহ্ন হয়ে গেছে। সেই সাথে তাদের সংস্কৃতিরও মৃতু্য ঘটেছে।
আজ পৃথিবীতে যারা ক্ষমতাবান - রাজনৈতিকভাবে ও অর্থনৈতিকভাবে - তাদের সংস্কৃতি রপ্ত করতে হচ্ছে আমাদের। তাদের পোশাক, তাদের খাবার, তাদের কথা বলার স্টাইল রপ্ত করতে হচ্ছে জীবনে অনেক দূর যাওয়ার জন্য। আমরা প্রাণপণ চেষ্টা করছি আমাদের সন্তান যেন পাশ্চাত্যের ঢং শেখে, পাশ্চাত্যের মানুষের মতো কেবল ব্যক্তিগত অর্থনৈতিক উন্নতির জন্য চেষ্টা চালিয়ে যায়। তার জন্য প্রথমেই বিসর্জন দিতে হচ্ছে আমাদের নিজস্ব সংস্কৃতি।
আজকাল ঢাকা শহরে মানুষ যে সব পোশাক পরে, তা সবই পশ্চিমা সংস্কৃতি দান।
তাদের পোশাক কেন আমরা পরি ? কেননা সেটা পরলে জাতে ওঠা যায় - ক্ষমতাবান ও অভিজাতের জাতে। ফাস্ট ফুড স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর জেনেও আমরা ফাস্টফুড কালচারে আসক্ত হয়ে পড়ছি। কেননা ওটাই ক্ষমতাবানদের কালচার।
মানব প্রজাতির এই প্রবণতা খুব স্বাভাবিক। আমরা চিরকালই আমাদের চেয়ে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ক্ষমতাবানদের দ্বারা প্রভাবিত হয়েছি।
তাদের সংস্কৃতি রপ্ত করেছি। তাদের পোশাক আশাক, খাবার দাবার, আচার আচরণ রপ্ত করার জন্য প্রাণপণ চেষ্টা করেছি। তাদের মতো হয়ে তাদের জাতে নিজেদের ওঠানোর চেষ্টা করেছি। তাতে করে নিজের মাটির সংস্কৃতি বিসর্জন দিয়েছি সবার আগে। যে সংস্কৃতির সাথে মাটির সোদা গন্ধ, তা অবহেলিত হতে হতে এক সময় হারিয়ে গেছে।
সংস্কৃতির এই স্বাভাবিক মৃতু্যর মধ্যে কখনও কখনও কেউ কেউ পুরোনো ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দেন। তখন সেই ঐতিহ্য জিইয়ে রাখার জন্য দরকার হয় আনুষ্ঠানিকতা। সেটি কেবল বিশেষ দিনে।
আর বাকি দিনগুলো কেবল ক্ষমতাবান আর অভিজাতদের অনুসরণ করে যাওয়া। এ ছাড়া যে আমরা জাতে উঠতে পারব না।
আর জাতে না উঠতে পারলে তো আমাদের ভবিষ্যৎ অন্ধকার। সুতরাং কে আর কেবল সংস্কৃতির জন্য নিজেকে পেছনে টেনে রাখে ? সবাই ক্ষমতাবান আর অভিজাত হতে চায়। এজন্যই অভিজাত ও ক্ষমতাবানদের সংস্কৃতিই টিকে থাকে, আর মাটির কাছের আম-জনতার সংস্কৃতি হারিয়ে যায়। কেবল ঐতিহ্য হয়ে তা মাঝে মাঝে ফিরে আসে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।