আমাদের কথা খুঁজে নিন

   

অনবদ্য এক মুভি, THE FROZEN RIVER

হারাতে চাই নিঃষীম আধারে,ডুবে যেতে চাই নিকশ কালোয়....যদি তোমায় না পাই আলোয়.........

কিছু দিন মাত্র হল ,এই মুভি টা দেখলাম। ভাবলাম, শেয়ার করি। ছবি টা ১ কথায় অসাধারণ। ঠিক ক্রিস্মাস এর কিছু আগের ঘটনা নিয়ে নির্মিত এই ছবি তে আমরা দেখতে পাই ,চরম বাস্তবতা। একা এক আমেরিকান নারীর তার ছেলে দের বড় করতে গিয়ে মুখমুখি হওয়া কঠিন বাস্তবতার গল্প এটা।

গল্পের দৃশ্যায়ন North Country of Upstate New York,যেটা কানাডা এবং আমেরিকার বর্ডার এর একদম কাছের ১ টা জায়গা। গল্প টা এগোয় রে এডি নামক এক মহিলার কাহিনী দিয়ে,যার মাতাল স্বামী তাকে ,আর তার ২ টা ছেলে কে রেখে ,জুয়া খেলার জন্যে,এডির জমিয়ে রাখা টাকা নিয়ে পালিয়ে যায়। অর্থের অভাবে তার বড় ছেলের পড়াশুনা যখন প্রায় বন্ধের উপক্রম,তখন তার পরিচয় হয়,স্মাগ্লার Lila Littlewolf এর সাথে। অনিচ্ছা সত্তেও,যে টাকা সে জমিয়ে রেখেছিল নতুন ১টা বাড়ী কেনার আশায়,সেটা আবার জমানোর আশায়,সে লায়লার সাথে জড়িয়ে পড়ে ভয়ংকর অপরাধ এ। কানাডা থেকে মানুষ পাচার করে আমেরিকায় আনার কাজ শুরু করে সে।

the frozen St. Lawrence River নামক বর্ডার এলাকা থেকে মানুষ পাচার এর এ কাজের মধেয ,দুই পাকিস্তানি অবইধ নাগরিক পাচারের সময়,তার ভিতরে আমরা দেখতে পাই, প্রবল মাতৃও বোধ,মানবিকতার চুড়ান্ত দৃষ্টান্ত। সাধারনত,আমেরিকান ক্রিস্মাস এর মুভি গুলো যেমন সুন্দর আর পরিপাটি হয়,এই মুভি তার উলটো। চরম বাস্তবতার প্রেক্ষাপটে ফুটে উঠেছে জীবনের সাথে লড়াই করে বেচে থাকা এক নারীর গল্প। ১ কথায় অসাধারণ এই ছবি টার জন্য Melissa Leo (Ray Eddy) এবার সেরা অভিনেত্রীর নমিনেশন ও পেয়েছিলেন। সময় পেলে সবাইকে এই মুভি টা দেখার নিমন্ত্রণ রইলো।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.