আমাদের কথা খুঁজে নিন

   

অনবদ্য বন্‌ড

জেমস বন্ড চলচ্চিত্র সিরিজের ৫০ বছর পূর্তি হলো আজ শুক্রবার। এ নিয়ে বিশ্বের বিভিন্ন স্থানে জেমস বন্ডের কোড নম্বর ‘০০৭’-কে প্রতিপাদ্য ধরে নানা অনুষ্ঠান পালিত হয়েছে। ১৯৬২ সালের ৫ অক্টোবর ‘ডক্টর নো’ নামে একটি চলচ্চিত্রের মাধ্যমে জেমস বন্ড চরিত্রের যাত্রা শুরু হয়। তখন থেকেই বন্ড সিরিজ, চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম ব্যবসাসফল হিসেবে বিবেচিত হয়। ওই সিরিজের ২২টি চলচ্চিত্রের মাধ্যমে এযাবত্ ৫০০ কোটি ডলারের বেশি অর্থ আয় করা হয়।

আজ বন্ড সিরিজের অর্ধ-বর্ষপূর্তির দিনটিকে ‘গ্লোবাল গোল্ডেন ডে’ নামকরণ করা হয়েছে। দিনটি উপলক্ষ্যে যুক্তরাজ্যের সংগীতশিল্পী অ্যাডেল বন্ড সিরিজের সর্বশেষ (২৩তম) চলচ্চিত্র স্কাইফলের জন্য একটি ‘থিম সং’ও ঠিক করেছেন। চলতি মাসের ২৩ অক্টোবর অনুষ্ঠেয় ছবিটির মহরতের আগে এ থিম সং ঠিক করেন অ্যাডেল। জেমস বন্ড সিরিজের চলচ্চিত্রে এ পর্যন্ত অভিনয় করেছেন ছয়জন অভিনেতা। তবে তাদের চরিত্রে অনেক মিল রয়েছে।

বন্ড চরিত্রের সর্বশেষ অভিনেতা ড্যানিয়েল ক্রেইগ। বন্ডের অন্যান্য অভিনেতার মতো তিনিও দ্রুতগতির গাড়ি, সুন্দর নারী ও ভদকার (মদ) প্রতি আকুল। ‘দ্য জেমস বন্ড ফেনোমেনন: অ্যা ক্রিটিক্যাল রিডার’ নামে বইয়ের সম্পাদক ক্রিস্টোফ লিন্ডনার বলেন, অনেক পরিবর্তনের চেষ্টা করা হলেও বন্ড জগত্ প্রায় একই রকম আছে। এখনো যৌনতা ও সংঘাত, পুরুষের প্রাধান্য, জাতীয়তাবাদী মনোভাব এবং নিষিদ্ধ বিষয়ের প্রতি আকর্ষণ একইভাবেই আছে বন্ড চলচ্চিত্রগুলোতে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.