আমাদের কথা খুঁজে নিন

   

একটি অনবদ্য গাণিতিক প্রেমের কবিতা

এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...
এটি একটি অনবদ্য গাণিতিক প্রেমের কবিতা। কবিতাটা পেয়েছি "হ্যারোল্ড এন্ড কুমার এসকেপ ফ্রম গুয়ান্তানামো বে" নামে একটি সাম্প্রতিক হলিউড ম্যুভি থেকে। এ কবিতায় নায়ক নায়িকাকে তার জীবনের গল্প বলছে ও বোঝাচ্ছে কিভাবে তার জীবনে নায়িকার আবির্ভাবের মধ্য দিয়ে তার অর্থহীন জীবন আবার অর্থপূর্ণ হয়ে উঠেছে এবং কিভাবে তাদের বিয়ের মধ্য দিয়ে তাদের দু'জনের জীবনই নতুন অর্থ খুঁজে পাবে..... I fear that I will always be A lonely number like root three A three is all that's good and right Why must my three keep out of sight Beneath a vicious square-root sign? I wish instead I were a nine For nine could thwart this evil trick With just some quick arithmetic I know I'll never see the sun As 1.7321 Such is my reality A sad irrationality When, hark, just what is this I see? Another square root of a three Has quietly come waltzing by Together now we multiply To form a number we prefer Rejoicing as an integer We break free from our mortal bonds And with a wave of magic wands Our square-root signs become unglued And love for me has been renewed *** ইংরেজী পোস্টের জন্য দুঃখিত, কিন্তু না দিয়ে উপায় ছিলোনা। কবিতাটির পরিপূর্ণ বাংলা অনুবাদ দুঃসাধ্য ও হাস্যকর হবে....
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.