সময় হয়েছে আজ আড়মোড়া ভেঙে জেগে উঠার; দৃপ্ত শপথ করে সম্মুখে পা ফেলে ছুটে চলার চিরন্তন সত্য ও সুন্দরের পথে......
আজ একা একা বসে থাকতে থাকতে হারানো দিনগুলি খুব বেশী মনে পড়ে যায়। মনে পড়ে যায় সকাল বেলা ঘর থেকে বেড়িয়ে যাবার পর খেলাধুলা শেষে সেই বিকেলে বাড়ি ফেরার কথা। মনে পড়ে একলা আনমনে বসে থেকে নদীতে জেলেদের জীবন নিয়ে ভাবনার কথা। বৈশাখ মাসে মাঠে ধান শুকানোর কথা। আর সবচেয়ে যে বিষয়টি বেশী মনে পড়ে যায় তা হলো মুক্তিযুদ্ধাদের ৭১-এ আত্মত্যাগের কথা।
তাদের স্বপ্নের কথা। এক পর্যায়ে মনে পড়ে যায় সেই যদ্ধাপরাধীদের কথা। তাদের নির্মম অত্যাচারের কথা। আর এই স্বাধীন দেশে রাজাকারদেরর সাংসদ বনে যাওয়া ও অবাধে চলাফেরার কথা। এই ভাবনাগুলো আমার মাঝে তীব্র ধিক্কারের জন্ম দেয়।
জন্ম দেয় আমাদের আমিত্বের কথা। আমাদের চেতনার ও আমাদের অক্ষমতার কথা। বার বার প্রশ্নে বিদ্ধ করে আমদের চেতনাকে। এখনো আমরা তাদের আত্মত্যাগের প্রতিফলন ঘটাতে যে পারিনি এই কথা।
"হে সময়ের শ্রেষ্ঠ সন্তানেরা
তোমরা অপেক্ষা কর।
অপেক্ষা কর আর একটু, একটু সময়
এইতো আমরা এগিয়ে যাচ্ছি;
যাচ্ছি তোমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে
তোমাদেরই স্বাধীন করে যাওয়া এই বাংলার বুকে.........."
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।