আবেগের ছড়াছড়ি
একসাথে দুজনে বৃষ্টিতে ভিজে একাকার
ভালবাসা নয়নে আজ তোমার আমার
এখন গোধূলী সময়, মন যেন কিছু চায়
চলোনা পাখি হয়ে, উড়াল দিই অজানায়
আসে যদি কাল বৈশাখী ঝড়,
বল তো কি হবে তারপর
মনে দুজনারই প্রেমের লহর
আসে এখন যদি কোন ঝড়
ঝড় আসবে আসুক
তাকিয়ে থাকতে চাই ঐ দু’নয়নে
ভয় করি না কোন
ঝড় জানেনা ভালবাসার মানে
আজ এই গোধূলি লগন, পাশাপাশি বসে দুজন
পাছে কিছু চায় মন
এই ভয়ে আছি এখন
আসে যদি কাল বৈশাখী ঝড়
যা হবার হোক না তারপর
মনে দুজনারই প্রেমের লহর
আসে এখন যদি কোন ঝড়
তোমাতে প্রেম সব
চাঁদ হয়ে আছ মন আকাশে
রংগীন আমার বাস্তব
আজ তোমার পাশে বসে
প্রেম করব কি অর্পণ
চলছে মাস শ্রাবণ
দেখেছি ভরে দু নয়ন
জানিনা কি হয় কখন
সুত্রঃ- Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।