শুকরেরও অধম....... আমি নরকের কীট
জান্, আজ আমি জানোয়ারের মত তোমার উপর ঝাঁপিয়ে পড়েছিলাম তাই না? তোমাকে আঘাতে আঘাতে ক্ষত-বিক্ষত করে ফেলেছিলাম, আর পিষে ফেলছিলাম......তাই না???
যদি বলি এতদিন পরে তোমাকে এত কাছে পেয়ে পাগল হয়ে গিয়েছিলাম, তাহলে ভুল বলা হবে....... না ভুল হবে না। আমি পাগল হয়ে যাই নি; শিকারের গন্ধ পেলে যেমন হিংস্র ক্ষুধার্ত প্রাণী উন্মাদ হয়ে যায় আমার অনুভূতিটা হয়তো তেমন হয়ে গিয়েছিল। জানি না.... আমি জানি না...। প্রায় ঘন্টাখানেক হল পোস্টটা নিয়ে বসে আছি...... শরীরে যেন পাথর জমেছে- তোমাকে কিভাবে বোঝাই যে আমি অনুতপ্ত!
তুমি কষে চড় মারলে না কেন আমাকে? কিংবা চিৎকার করে গালিগালাজ? তাও তো করতে পারতে..... কিংবা তোমার সামনে যাবার পর মুখ ফিরিয়ে থাকলে না কেন??কেন এই জানোয়ারটাকে তোমার সামনে করজোড়ে দাঁড়াতে দিলে? কেন এই জানোয়ারটার হাত ধরলে বিনা দ্বিধায়?? কেন????
মাথার চুলগুলো খামচে ধরে আছি ...... শক্ত হয়ে আছি... নিজের প্রতি ঘেন্নায় আজ রাতে আমি খেতে পারিনি....ভেতর থেকে উল্টে আসছে সবকিছু..... প্লিজ জান্, আমাকে মারো স্যান্ডেল দিয়ে.... গালি দাও.... প্লিজ.....
আমি যখন তোমাকে ফোনে বললাম একটা গালি দাও, তখন তুমি গাঢ় গলায় বললে ভালবাসি!!!!!!!!!!!!!!!!!!!!!!! কেন বললে?????????? কেন??????? এই জানোয়ারটাকে পবিত্র তুমি কেন এত ভালবাসবে ????????????????????????? কেন??????????? এই জানোয়ারটাকে কেন তুমি ঘেন্না করবে না??????????????????????
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।