A successful man is one who can lay a firm foundation with the bricks others have thrown at him.
মনে হয় অমানুষ হয়ে গেলাম, বিবেক-মানবতা লোপ পাচ্ছে।
আগে রাজনৈতিক দলগুলোর কর্মীরা সংঘর্ষে লিপ্ত হয়ে মারা পড়তেন, তখন কষ্ট লাগতো। এখন মারা পড়লে হাঁফ ছাড়তে ইচ্ছে হয়। কষ্ট লাগেনা, বুকের কোথায় যেন একটু সুখ অনুভূত হয়, মনে হয়, " কি জানি ! হয়তো এ বেঁচে থাকলে আমাকে বা আমার আপনজনদের কাউকে বিনা অপরাধে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারত।"
আগে যখন কোন বড় রাজনৈতিক নেতার মৃত্যু ঘটত, মন খারাপ হয়ে যেত, মনে হতো লোকটা খুব একটা খারাপ ছিল না। এখন কেন যেন অবচেতন মনে রাজনৈতিক নেতাদের দ্রুত মৃত্যু কামনা করি। মনে হয় এরা না মরলে হয়তো কাল আমাকে বা আমার আপনজনকে বিনা অপরাধে পুড়িয়ে মারার আদেশ দেবে।
বুঝতে পারছিনা, হয়তো আমি সত্যিই অমানুষ হয়ে গেছি, এতো হিংস্র জানোয়ার দেখতে দেখতে হয়তো নিজেও জানোয়ার হয়ে গেছি......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।