আমাদের কথা খুঁজে নিন

   

সলিমুল্লাহ এতিমখানার আপডেট

জোর হোক শুধু গলার আওয়াজ, গায়ের জোরটা তোলাই থাকুক আগেই জানিয়েছিলাম খাবার জন্য আর টাকা পয়সা পাঠাবার প্রয়োজন নেই। কোর্টের আদেশে খাবার খরচ দেয়া শুরু হয়েছে। এখন এই সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজন: - ওদের পাশে থাকা: একা, সপরিবারে বা সবান্ধবে মাঝে মধ্যে এতিম খানায় গিয়ে ঘুরে আসা। এতিমদের সাথে কথা বলা। সময় সুযোগ হলে সেটা করুন।

- কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগে চাপ সৃষ্টি করা : হৈচৈ করলেই চাপ বাড়বে। সুতরাং আমাদের আওতার গণমাধ্যমগুলোতে হৈচৈ ধরে রাখতে হবে। - পুরানো গঠনতন্ত্র পুনর্বহাল: নতুন প্রশাসক নিয়োগের পরে, তাকে দিয়ে গঠনতন্ত্রের অবৈধ সংশোধনীগুলো বাতিল করে, পূর্ববর্তী গঠনতন্ত্র বহাল করতে হবে। - প্রতিষ্ঠানের সদস্যতা গ্রহণ : পুরানো গঠনতন্ত্র বহাল হলে, এতিমখানার সদস্যতা গ্রহণ করা (স্থায়ী সদস্যতার জন্য এককালীন ২০০০ টাকা অনুদান)। . বহু ভাল লোক সদস্য হিসেবে সম্পৃক্ত থাকলে, ভবিষ্যৎ কমিটিগুলো খুব বেশি বুদ্ধি খরচ করার সাহস হয়তো করবে না।

- এগুলো নিশ্চিত করার জন্য আইনি লড়াই চালিয়ে যাওয়া: ব্যারিস্টার Aneek R. Haque তার সহকর্মীদের নিয়ে আইনি সহায়তার দায়িত্ব নিয়েছেন। কোন সহায়তার প্রয়োজন হলে তিনি জানাবেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.