আমাদের কথা খুঁজে নিন

   

বসুন্ধরা সিটিতে আগুন লেগেছে !!! (আপডেট)

সাধারণ মানুষ

আপডেট: খবরে জানায় ২২ তালায় আগুন লেগেছে, পুরো ফ্লোরটি পুড়ে গেছে। দমকল বাহিনীর অনেকগুলো ইউনিট আগুন নিভানোর চেষ্টা করছে। কিন্তু অনেক উঁচু হবার কারণে আর আমদের এরকম ঘটনা মোকাবিলার অভিজ্ঞতা না থাকায় খুব একটা সুবিধা করা যাচ্ছে না। তার বা অন্য কিছু দিয়ে আগুন কিছুটা কিনারা বরাবর নিচে চলে আসছে এরকম দেখা যাচ্ছে। একটু আগে দেখলাম আগুন নিচের ফ্লোরের দুইপাশ দিয়ে ছড়িয়ে পড়েছে।

আপনার ব্ন্ধু পরিজন যারা মার্কেটে গেছেন তাদের জন্য দুঃশ্চিন্তা করবেন না, মার্কেটের লোকজন বিপদে পড়ার কথা নয়, যদিও হুড়োহুড়ি করে বেরুতে গিয়ে কেউ কেউ ব্যাথা পেয়ে থাকতে পারেন। /////বসুন্ধরা সিটিতে আগুন লেগেছে। এনটিভি তে একটু আগে খবরটা দেখিয়েছে। আগুন আসলে মার্কেট অংশে লাগেনি, লেগেছে বসুন্ধরা গ্রুপের অফিস অংশে। টিভিতে দেখায় একটা ফ্লোর থেকে ধোয়া বের হচ্ছে।

মানুষ নামনোর জন্য বিল্ডিংয়ে বাইরের দিকের কাঁচ পরিষ্কার করার ক্রেন ব্যবহার করার ছবিও টিভিতে দেখানো হয়। [আপডেট দিয়ে আগের পোস্টটি মুছে দিয়েছি]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।