জীবনটা যেন এক বর্ণীল প্রজাপতি
"গরীব বনাম ধনী"
১৭-০৮-১৯৯৭ ইং
সকাল ৯-৩০
বাংলাদেশের রাজধানী
আজব শহর ঢাকা,
তার দেহপথে চলছে
যানবহনের চাকা।
এই শহরে আশে পাশে
ইটের বিল্ডিং, বাসা;
সব ধনী লোক থাকে সেথায়
ওরাই সিটির রাজা।
হট মিউজিক, ইংলিশ গান
ওভ্যেস তাদের শোনা,
হেরোইন আর আফিম তাদের
অধিক প্রিয় খানা।
পায়ের 'পরে পা তুলে রয়
হয়না ঘুষের মানি গোনা,
খিদে পেলে চাকরকে বলে
জলদি লাগা খানা।
ধনী লোকের আছে অনেক
ফুরায়না তবু চাওয়া,
অনেক থেকেও অনেক চায় তাই
মিটে না তাদের পাওয়া।
এই শহরের অন্য পাশে
থাকে গরীব মানুষেরা,
তাদের বাড়ি-বস্তিগুলো
ময়লা গন্ধে ভরা।
তাদের চক্ষুগুলি সবই
কুসংস্কারে বোঁজা,
শিক্ষা নামের স্বচ্ছ আলো
তাদের কানে পৌছে না।
দিন এনে দিন খেয়ে
হয় তাদের বেঁচে থাকা,
অধিক খেটেও, অধিক করেও
অহেতুক পায় সাজা।
গরীব লোকে সুখে থাকে
পেয়ে খানিক খানা,
সব দুঃখ যায় মুছে তার
গেয়ে সুখের গানা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।