আমাদের কথা খুঁজে নিন

   

আমার ছেলেবেলায়।

http://www.paybox.me/r/rihan

বহুকাল আগে আমার ছেলেবেলায়, ছড়িয়ে ছিটিয়ে থাকা রাশি রাশি বকুলের সেই বকুল তলায়, মন চলে যায় আজ বড় অবাধ্যের মতো, ঘাস ফড়িংয়ের মায়ায়, কত স্বপ্নের বীজ বুনেছিলাম, ছোট্ট আমার দৃষ্টি পেরিয়ে যাওয়া সেই কাশবনের ছায়ায়, আমি ছুটে যেতাম বড় অবাধ্যের মতো, পাংশু মেঘের দল আর বন শালিকের মেলায়, অবুঝ মন কেবলই ঘুরে বেড়াতো মাছরাঙাদের লেজে, হেলে দুলে বেড়ে ওঠা ধানশীষের ডগায়, আর তার ফাঁক দিয়ে চলে যাওয়া দিগণ্ত বিস্তৃত এবড়ো থেবড়ো পথ আমায় হাতছানি দিয়ে ডাকতো, অস্থির আমি সেই পথ দিয়ে নগ্ন পায়ে ছুটে যেতাম ক্লাণ্তিহীন ভাবে, রূপকথার রাজকুমারের মতো, রাজ্য জয়ের ব্রতে, ভুলেই যেতাম কখন যে আঁধার ঘনায়, কারণ তখনো আমায় আলো দিতো শত শত জোনাকী, আর আমার চারিধারে ক্রমাগত জ্বলতে নিভতে থাকা জোনাকীগুলো দেখে কেবলই মনে হতো জ্বলন্ত নক্ষত্র, দূর আকাশ থেকে দলে দলে নেমে আসা অণ্তহীন নক্ষত্র।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.