গত ২৫ শে ফেব্রুয়ারী ঘটে যাওয়া দুর্ঘটনা নিয়ে অনেক কথা , গবেষনা , তর্ক-বিতর্ক , কাদা ছোড়াছুড়ি , দোষাদোষি সব কিছই হয়ে গেছে । আমরা সবাই এখন অধীর হয়ে তদন্ত কমিটি গুলোর গ্রহনযোগ্য রিপোর্ট এর জন্য Wait করছি ।
আমি সেদিন সারাদিন টি.ভি সেটের সামনে বসেছিলাম । প্রথমে সবার মত সেনাবাহীনির বিষয়ে ভুল করছিলাম , কিছু সময় পড়ে সব বদলে গেল । সবাই দেখল চরম নিষ্ঠুরতার , ভয়াবহতার এক নগ্ন রুপ ।
খুব চিন্তায় পড়ে ছিলাম পিলখানার ভিতরে বন্দী থাকা civilian দের নিয়ে । দেখলাম বিদ্রোহীরা কিভাবে বন্দীদের ঢাল হিসেবে ব্যবহার করল । এটি কোন নতুন ঘটনা নয় । অন্যায়কারীরা অন্যায় করছে আর সাধারণ মানুষদের ব্যবহার করছে বন্দীদের ঢাল হিসেবে । পিলখানার বিদ্রোহ , আরও অন্যান্য বিদ্রোহের সময়ও একই ঘটনা ঘটেছে ।
ইতিহাস এর প্রমাণ । কিন্তু এই সদর দপ্তর গুলো যদি আবাসিক এরিয়া গুলো থেকে বিচ্ছিন্ন হত তবে হয়তো ফলাফল এমন হত না । অনেক আগে এমন একটি কথা উঠেছিল ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা থেকে সরিয়ে নেবার ব্যাপারে । কিন্তু সরকার সেনাবাহীনি সমর্থন পুষ্ট হওয়াতে সেটি ধামাচাপা পড়ে যায় । কিন্তু এখন আবার সময় এসেছে চিন্তা করার ।
কারণ এখন আমরা সবাই অনেক বেশি সংবেদনশীল , সচেতন এবং মুখর ।
আমদের নির্বাচিত সরকারকেও চিন্তা করতে হবে । কারণ তারাও নিশ্চিয়তা দিতে পারবেনা পিলখানার ঘটনার মত ঘটনা আর পুনরাব্রত্তি হবেনা ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।