Trying to help Distrrsed New born babies. Hope we can interchange our constructive ideas to build up a nice society
বিদ্যুৎ সঙ্কট -------------
আজকের প্রথম আলোর খবর – ২৪ ঘন্টায় ৪/৫ বারের বেশী লোড শেডিং চলছে ঢাকা শহরে। সামনে নাকি আর ও বেশী হবে- বিশেশজ্ঞ দের মতামত। যতদুর মনে পরে – গতবছর এ সময় এত ঘনঘন লোডশেডিং হয় নাই। নুতন কোন বিদ্যুত উৎপাদন কেন্দ্র ও সে সময় স্থাপন করা হয়েছিল বলে জানা যায় নাই বা এবার ও কোন বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গিয়েছে বলে জানা যায় নাই। তা হলে সমস্যা কোথায় ? গতবার ছিল অগনতান্ত্রিক সরকারের সময়, এবার ত গনতান্ত্রিক সরকার ক্ষমতায়। লোকবল ও মনে হয় আগের মতই আছে। তাহলে – সাধারন মানুষ হিসাবে আমাদের প্রশ্ন - এরকম সমস্যার সমাধানের জন্য কি গনতন্ত্রের প্রয়োজন নাকি স্বদিচ্ছার প্রয়োজন ???????
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।