আমাদের কথা খুঁজে নিন

   

নিরপরাধ ভাগ্যাহত বিডিআর দের কি হবে?

কানাকে কানা, খোঁড়াকে খোঁড়া বলিও না, ইহাতে উহারা কষ্ট পায়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাকে পিলখানায় কর্মরত বিডিআর সদস্য যারা এই ঘটনার স্বীকার, ঘটনায় সাহায্যকারী না হয়ে গতকাল থেকে পিলখানার বাইরে ও আবাহনীর মাঠে অবস্থান করছেন তাদের বিষয়ে সরকার কেন এতো গড়িমসি করছেন বুঝতে পারছি না। দোষী না নির্দোষ তা প্রমাণ করতে সময় লাগবে। যারা এই হত্যাকান্ডের সাথে মোটেও জড়িত নন, তাদের কেন এভাবে ফাকা মাঠে ঘন্টার পর ঘন্টা দাড় করিয়ে রেখে অমানবিক অবস্থায় রাখা হয়েছে? দেশের মিডিয়াও তাদের নিয়ে তেমন কোন সংবাদ প্রচার করছে না। তাহলে কি এই বাহিনীর সবাই আজ ভিলেন হয়ে গেল? সরকারের কি তাদের প্রতি আর কোন দায়িত্ববোধ নেই? এভাবে অমানবিক আচরণে আমাদের মনে অনেক প্রশ্নের জন্ম দেয়। সরকার চাইলে রিপোর্ট করা জওয়ানদের থাকা খাওয়ার ব্যবস্থা করতে পারতো।

কেন তা করছেন না? সেনাবাহিনী ও বিডিআর উভয় বাহিনীই আমাদের সম্পদ। যা ঘটে গেল তার ক্ষতি কোনদিনও পুষিয়ে নেয়া যাবে না। কিন্তু তাই বলে তো আর সব শেষ করে দেয়া যায় না। মানবাধিকার কর্মী ও সংস্থাগুলোও তাদের জন্য খাবার, পানি ইত্যাদির ব্যব্স্থা করতে পারতো। নাকি সরকারী কোন নিষেধাজ্ঞা আছে এই ব্যাপারে? সবাই বলছেন সব বিডিআর অপরাধ করেনি, তাহলে নিরপরাধ অনেকেই আছেন।

তাদের জন্য কি কিছুই করার নেই? এই সময় ক্ষেপন আর অবহেলা কত অমানবিকতা তা কি সরকার বুঝতে অক্ষম?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.