আমাদের কথা খুঁজে নিন

   

খালেদার বক্তব্য ভিত্তিহীন মিথ্যা

আওয়ামী লীগ নেতারা বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা যৌথবাহিনী এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যে হত্যা ও গুমের অভিযোগ তুলেছেন তা ভিত্তিহীন ও মিথ্যা। খালেদা জিয়া গতকাল এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, গত ৫ জানুয়ারির নির্বাচনের আগে ও পরে এক মাসে যৌথবাহিনী এবং আওয়ামী লীগ তার দলের ৩০০ নেতা-কর্মীকে হত্যা এবং গুম করেছে।

গতকাল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্যের প্রতিক্রিয়ায় এ কথা বলেন তারা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, বেগম খালেদা জিয়া সন্ত্রাসীদের পক্ষ নিয়ে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। দেশের চলমান গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারা তার পছন্দ হচ্ছে না। তিনি বলেন, নির্বাচনের আগে ও পরে বিচার বহিভর্ূত হত্যাকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি। যারা নিহত হয়েছেন তারা সন্ত্রাসী। আর আইনশৃঙ্খলা বাহিনী সন্ত্রাসী দমনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে। জনগণের জানমাল রক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনী পদক্ষেপ নিবে এটাই স্বাভাবিক। তিনি বলেন, যত ষড়যন্ত্রই করা হোক না কেন এ দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো ঠাঁই হবে না। সন্ত্রাসীদের কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য সরকার সার্বিক পদক্ষেপ নিচ্ছে। বিরোধী দলের সঙ্গে সংলাপ নিয়ে হানিফ বলেন, জামায়াতের সঙ্গ ত্যাগ করে আলোচনার পরিবেশ সৃষ্টির উদ্যোগ বিএনপিকেই নিতে হবে। পরিবেশ সৃষ্টি হলে যে কোনো আলোচনায় বসতে আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে।

আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সংবাদ সম্মেলনে যে বক্তব্য দিয়েছেন তা তার মনগড়া ও অসত্য। বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপি-জামায়াত দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে, মানুষ মেরেছে, অগি্নসংযোগ করেছে। তাদের অপকর্ম ঢাকতেই খালেদা জিয়া গতকাল সংবাদ সম্মেলনে যৌথবাহিনী ও আওয়ামী লীগের ওপর দোষ দিয়েছেন।

তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। বেগম খালেদা জিয়া বর্তমান সরকারকে অবৈধ বলেছেন, অতএব অবৈধ সরকারের সঙ্গে তিনি সংলাপ করবেন কী করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.