সুন্দর স্বপ্ন ।
প্রতিবন্ধী মানে কি ? কারা প্রতিবন্ধী ?
সংক্ষিপ্ত ভাবে বলতে পারি--“যাহার মাঝে প্রতিবন্ধকতা বিরাজমান তিনিই প্রতিবন্ধী” । সে প্রতিবন্ধকতা যত সামান্যই হোক না কেন । আর এ বিবেচনায় আমাদের প্রায় সবার মাঝেই কিছু না কিছু প্রতিবন্ধীতা বিরাজমান রয়েছে । কিন্তু এর লক্ষণগুলো প্রকট ভাবে বিরাজমান না হলে আমরা তাকে প্রতিবন্ধী বলে চিহ্নিত করি না ।
প্রতিবন্ধীদেরকে মূলতঃ দু’ভাবে ভাগ করা যায় । শারিরীক ও মানসিক(বুদ্ধি) প্রতিবন্ধী । শারিরীক প্রতিবন্ধীদের কয়েকটি উদাহারণ হচ্ছেঃ পোলিও আক্রান্ত ব্যক্তি, ‘স্পাইনাল কর্ড ইঞ্জুরি’ ব্যক্তি, দূর্ঘটনার ফলে অঙ্গহারানো ব্যক্তি কিংবা ‘সিভিডি’ আক্রান্ত পক্ষাঘাতগ্রস্থ ব্যক্তি । আর মানসিক প্রতিবন্ধীদের মধ্যে ‘অটিজম’ কিংবা ‘সেরিব্রাল পলসি’ অন্যতম ।
একটু ভালভাবে লক্ষ্য করলে, আমাদের সমাজে প্রায় প্রতিটি এলাকায় প্রতিবন্ধী ভাইবোনদের দেখা মিলবে ।
এরা যদিও আমাদেরই ভাই কিংবা বোন তবুও এরা অত্যন্ত অবহেলিত । এদের পূর্ণাঙ্গ সামাজিক মর্যাদা কিংবা অধিকার এখনো বাস্তবায়িত হয়নি । হয়নি ব্যপক সচেনতার সৃস্টি । এখনো অনেক পরিবার তাদের প্রতিবন্ধী শিশুটিকে লুকিয়ে রাখে সামাজিক ভ্রুকুটি তথা লোকলজ্জার ভয়ে কিংবা অজ্ঞতাবসত । কোন পরিবারে যদি প্রতিবন্ধী কোন সদস্য থাকে, তবে সেই পরিবারের সাথে আত্মীয়তার সম্পর্ক করতে এখনো অনেকেই দ্বিধা বোধ করে ।
অনেকেই অজ্ঞতার কারণে একে অভিশাপও ভাবে । কিন্তু প্রতিবন্ধীতা কোন অভিশাপের ফল নয় । নিছক আর দশটা রোগ কিংবা দূর্ঘটনার ফল এটি । তাই আমাদের উচিত হবে এ মিথ্যে কুসংস্কার থেকে বেরিয়ে আসা ।
সৃস্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আল-আমীন মহাকাশ সুসজ্জিত করেছেন চন্দ্র-সূর্য-গ্রহ-নক্ষত্র আর তাঁরকারাজি দিয়ে ।
আকাশ ও ভূ-পৃষ্ঠের মধ্যবর্তী স্থান এবং ভূ-পৃষ্ঠকে রহস্যময় করেছেন মানুষ, পশু-পাখি, লতাপাতা,ফুল-ফল, গুল্ম, বৃক্ষরাজি,তরুলতা ইত্যাকার নিয়ামত দিয়ে । মানুষকে তৈরি করেছেন ‘আশরাফুল মাখলুকাত’ হিসেবে । তথাকথিত সাদা-কালো, সুন্দর-আসুন্দর পূর্ণাঙ্গ কিংবা প্রতিবন্ধী তারই সৃস্টি । এও এক অমিমাংসিত অপার রহস্য । তিনি তার সৃস্টির সবার জন্য রিজিক নির্ধারণ করেছেন ।
সবার জন্য তার অশেষ ভালবাসা । তিনিই যেহেতু কাউকে দূরে ঠেলে দেননি, করেননি অবহেলা; সেখনানে তারই সৃস্ট মানুষ হয়ে আমরা কিভাবে (?) কোন স্পর্ধায় প্রতিবন্ধী বলে একজনকে ঘৃ্না করি, দুরে ঠেলে দেই অবহেলায় ।
প্রতিবন্ধীরা আমাদেরই ভাই-বোন-সন্তান, পিতা-মাতা কিংবা আত্মীয় । এরা আমাদের সমাজের অচ্ছেদ্দ্য অংশ । এদের বাদ দিয়ে কোন কাজই পূর্ণাঙ্গ সফলতা পাবে না ।
এদের পূর্ণবাসন তথা মেধা বিকাশে এগিয়ে আসুন । উন্নত বিশ্বের সফলতম মানুষের তালিকায় এরা অনেকটা পথ এগিয়ে । আমাদের দেশেও এমন পরিবেশ সৃস্টি করতে হবে; নইলে একদিন এর দায়ভার আমাদেরই নিতে হবে । তখন তার জন্যে গুণতে হবে চড়া মাসুল ।
তাই আসুন আজ এই মূহুর্তে আমরা অঙ্গীকার করিঃ ‘প্রতিবন্ধীদের কল্যাণে আমরা আমাদের সার্বিক সহযোগিতার হাত প্রসারিত রাখবো সবসময়’ ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।