আমাদের কথা খুঁজে নিন

   

জাগ্রত করি বিবেক

ভালো লাগে লিখতে তাই লিখি..............

বন্দি জীবনের দুর্বিষহ খাচায় মাথাকুটে মরে স্বাধীনতা আত্মার প্রশান্তির জন্য করতে পারেনা এতটুকু অবাদ্ধতা মুক্ত বাতাসের আশায় ফুসফুস ছটফটায় অক্ষমতার দগ্ধ জ্বালায় পুড়তে থাকে হৃদয় । ব্যাথিত বক্ষে বিবেক দেখে অন্যায়ের উল্লাস সত্যকে লজ্জিত করে মিথ্যের চলে পরিহাস । লুপ্ত হতে থাকা চেতনায়,চোখের দৃষ্টি অসার নির্বাক নয়নে দেখে জালেমদের ইচ্ছে-খুশি অত্যাচার । দুরু দুরু বুক, চোখের পাতা এক করা যায়না চলে চারিদিকে ভীষন বিভীষিকাময় সময় তন্দ্রা এলে দুঃস্বপ্ন হয়ত চমকে চমকে উঠায় এ কি ভয়াল পরিণতি শান্তিময় মানব বসতির খোলা আকাশে যখন তখন উড়ে যুদ্ধ বিমান যেকোন সময় চলে যেতে পারে যে কারো প্রাণ অনিশ্চিত এক জীবন প্রতি মুহূত্বে এ যেন মৃত্যুমৃত্যু খেলা যুদ্ধক্ষেত্রে । এভাবেই দুনিয়াটাকে ধ্বংস করার চলছে ভীষন জল্পনা কোথায় মানুষ - সৃষ্টি সেরা জীব? কোথায় তার মানবতা? এক পৃথিবীর ওপাশ যখন - জ্বলছে মানুষ- পুড়ছে শরীর আগুনের দাও দাও শিখায় ছেয়ে যায় বিশাল আকাশ ধ্বংসকুপে পাওয়া যায় মাসুম ছোট্ট শিশুর লাশ অন্য পৃথিবী ঘুমায় তখন শান্তি তাদের ছেয়ে রয় বিয়ে-শাদি,হই-হুল্লোর সব রীতি নিয়মেই হয় । এক পৃথিবীর জ্বলন্ত অগ্নি রূপ ফূর্তিতে তখন অন্য পৃথিবী মাতে শরীরের এক অংশ অবশ করে বাকী অংশের নৃ্ত্য কিভাবে সাজে? চল আজ সবাই মানুষ হই ঘুমন্ত অনুভূতিসকল জাগাই জাগ্রত করি নিজের বিবেক, নিজের বুদ্ধি জাগ্রত করি ভালবাসা, নিজেদের সুপ্ত শক্তি বন্ধ দুয়ার সজোরে ভেঙ্গে মানব বন্ধন গড়তে সকলে মিলে হাতে হাত ধরি যুদ্ধের মরন খেলা বন্ধ করে জীবন বাঁচাতে এক হয়ে কাপিয়ে তুলি ধরনী ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।