আমি কিছু জাগ্রত স্বপ্নীল পাখি চাই,
যাদের স্বপ্ন স্বপ্নীল পৃথিবীর কণ্ঠে প্রতিবাদী অগ্নিবীণা,
গর্জে উঠে আপন হীনা।
বেদনা হবে লাল অশ্রূহীনা,
ওরা মৃর্ত জাগ্রত জনতা।
মায়ের অস্তিত্বে থাবা মানবেনা কোন আভা
ওরা জাগ্রত জনতা ।
সুযোগ পেলেই খুবলে খাবে অপরাধীর সীনা,
বাঁচাবে মায়ের সম্ভ্রম লেকাবে মৃতিকার পদতলে ।
ওরা নাকি ভ্রষ্ট লোকে দেয় তাদের কষ্ট,
ওরা মরচে মরবে রয়ে যাবে রক্তের বাহমান স্রোতে।
ওরা মৃতৃকার অতন্দ্র প্রহরী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।