আমাদের কথা খুঁজে নিন

   

আমার প্রথম ভারত ভ্রমন পর্ব - ৭

মানুষ আমি আমার কেন পাখির মত মন....

সকাল ৭ টায় টুরিস্ট বাসে উঠলাম। প্রথমেই দেখলাম গেট ওয়ে অফ ইন্ডিয়া। তার পাশেই আছে তাজ প্যালেস হোটেল। জাগাটি সাগরের পাড়ে হওয়ায় ভালো লাগলো। গেট ওয়ে অফ ইন্ডিয়া থেকে স্পীড বোটে সাগরের মাঝে বেড়ানোর ব্যবস্থা আছে।

আরও রয়েছে কি এক দ্বীপে যাবার ব্যাবস্থা। সময় সল্পতার জন্য স্পীড বোটে ভ্রমনের বিষয়টি সিডিউলে ছিল না। অতঃপর যাদুঘর, পার্ক ইত্যাদি নিয়োমিত জিনিস ছাড়া আকর্ষনিয় যা যা দেখলাম তা হচ্ছে বলিউড ফিল্ম সিটি, এটি শহর থেকে কিছুটা দুরে। আমাদের এফ , ডি, সির মত। এখানে হিন্দি সিনেমা তৈরী হয়ে থাকে।

কোথায় কোথায় বিবিন্ন ডেইলী সোপের অভিনয় হয়ছে সে স্থানগুলো দেখলাম। সাথের গাইডটি বেশ দক্ষ ছিল । দক্ষতার কিছু উদাহরন দেই। ধরুন কোন এক পাহাড়ের পাশে দিয়ে যাচ্ছি এমন সময় গাইড বলে উঠলো যে এখানে অনীল কাপুর ও অম্রিশপুরী মারামারি করেছে অমুক সিনেমার দৃশ্যে। জ্যাকি শ্রুফের বাড়ির কছ দিয়ে যাচ্ছি গাইড বলল এটি জ্যাকি শ্রুফের বাড়ি।

অভিনয় করতে আসার আগে ঐ রাস্তার পাশের বাজার থেকে সে নিয়োমিত চাদা উঠাতো, ইত্যাদি। বিকেলে দেখলাম মেরিন ড্রাইভ। খুব সুন্দর একটি জায়গা। আরব সাগরের পাড় দিয়ে বাকানো একটি রাস্তা তৈরী করা হয়েছে যার নাম মেরিন ড্রাইভ । এর এক দিকে সমুদ্র ও অন্য দিকে শহরের উচু অট্যলিকা সমুহ।

অনেক হিন্দী সিনেমাতে এই এলাকাটি দেখা যায়। দেখতে দেখতে মনে পড়ে যায় যে, ডন সিনেমায় অমিতাভের একটি গান এখানে অভিনীত হয়েছিল। মেরিন ড্রাইভের রাস্তাটি অর্ধচন্দাকারে বাকানো। রাস্তার পারের বাড়িগুলোর লাইট যখন রাতে ঝলমল করে তখন দুর থেকে দেখলে গলার হারের মতো লাগে। তাই এটিকে নেকলেস আফ ভিক্টোরিয়া (সম্ভবত) বলা হয় ।

আরও দেখলাম মহালক্ষী মন্দীর, বম্বে ক্রিকেট স্টেডিয়াম। অমিতাভ বচ্চনের বাড়ি দেখলাম । বাড়ির কাছেই একটি সী বিচ । সম্ভবত জুহু বীচ। সন্ধার বাতাসে কিছুক্ষন সমুদ্রের পাড়ে হাটলাম।

পাশে একটি সিনেমা হল দেখে বম্বের হলে একটি সিনেমা দেখার পুরাতন শখটির কথা মনে পড়ে গেল। সময় কম থাকয় তা আর হয়ে উঠেনি। সন্ধ্যার পর ফেরার পালা। নগরির বিশাল যানহজটে রাত ৮ টায় আমাদের বাস মাত্র দাদার পৌছলো। আমাদের গাইডের কাছ থেকে জানলাম যানজট পেড়িয়ে হোটেলে পৌছতে আরও প্রায় ২ ঘন্টা লাগবে।

এদিকে রাত ৯ টা ৩০ মিনিটে আমাদের গোয়া যাবার টিকিট করা ছিল। বাসে থেকে নেমে দাদার স্টেশনে গিয়ে লোকাল ট্রেনে উঠে ভি টি গেলাম। তাড়াতাড়ি হোটেল থেকে মালপত্র গুছিয়ে স্টেশনে হাজির হলাম । নির্ধারিত প্লাটফর্ম খুজে যখন ট্রেনে উঠছি তখন ট্রেন ছড়তে মত্র ৩ মিনিট বাকী। ট্রেনের সিটে শুয়ে সারাদিনের কথা ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়লাম ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.