এই এক জীবনে
কত কিছু যে হারিয়েছি
তার ইয়ত্তা নেই ।
সেই ছোটবেলায়
প্রিয় খেলনা হারিয়ে কত কেঁদেছি;
রঙ পেন্সিল
বই
ড্রয়িং খাতা হারিয়েছি অনেকবার ।
বাস এর টিকেট হারিয়েছে
টাকা হারিয়েছি
রাস্তা হারিয়ে পথে পথে ঘুরেছি
হারিয়েছি যত্ন করে পুষে রাখা
আমার একলা ময়না ।
বড় হয়েছি
দিনে দিনে হারিয়ে গেছে
শৈশবের শূদ্ধতা
দৈনিক দীনতা গ্রাস করেছে আমায়
প্রশ্নবিদ্ধ হয়েছি আমি আমার কাছে ।
দুপায়ে মাড়িয়ে গেছি
ভোরের দুর্বা ঘাস
অবলীলায় ছিড়ে নিয়েছি
ফোটে থাকা লাল গোলাপ
হারিয়ে ফেলেছিলাম আমার আমিকেও ।
সব হারানোর যে ব্যাথা
তা অনুভব করিনি কখনো
হারিয়েছি
আবার ভুলেও গেছি ।
আজ হায়
কস্টের নীল স্রোতে ভেসে যাই আমি
বুকে বাজে ব্যাথা
বারে বারে কেন মনে হয়
শুধু তার কথা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।