www.cameraman-blog.com/
তুমি পড়াশুনার জন্য সাময়িক বিরতি দেয়ার কথা বলায় ভাল লেগেছিল। আর আজকে আবার ফিরে আসার ঘোষনায় মর্মাহত। এই ব্লগের বাইরে তোমার সাথে আমার কোন বাস্তব পরিচয় নাই। তারপরও আমি মর্মাহত, কারণ তুমি ব্লগের নেশাটা আসলে এড়াতে পারছোনা দেখে। যেটার ফলাফল সুদুর প্রসারী হতে পারে।
তোমার বয়সে আমারও উপদেশ ভাল লাগতো না। তাই সরাসরি তোমাকে আমার ছোট্ট একটা ঘটনা বলি। আমি এস.এস.সি পাশ করেছি ১৯৮১ সালে। সেসময় কিন্তু কম্পিউটার, মোবাইল, স্যাটেলাইট টিভি কোনটাই চোখে দেখি নাই। টিভি বলতে ছিল বিটিভি।
আর আমার নেশা ছিল এই টিভি দেখা। সন্ধ্যার দিকে বাসায় এসে ২/১ ঘন্টা টিভির সামনে না বসলে পেটের ভাত হজম হতে চাইতো না। আর আব্বা-আম্মা যদি এটা নিয়ে কোন কথা বলতো তো ব্যাস। সেদিনের মতো পড়া মাথায় উঠতো। পড়ার টেবিলে ঠিকই বসতাম, বই ও খোলা খাকতো সামনে।
কিন্তু পড়তাম না। পাঠ্য বই এর নিচে থাকতো মাসুদ রানা সিরিজের কোন বই। , সেটাই পড়তাম। একদিন বমাল সমেত ধরা পড়লাম আম্মার কাছে। রাগারাগি, পিট্টি কোনটাই বাদ গেলনা।
এইভাবেই চলছিল। ঘটনা ঘটলো প্রি-টেষ্টের আগে। টিভিটা হঠাৎ নষ্ট হয়ে গেল। কোন অস্বাভাবিক ঘটনা না। আমাদের টিভিটা ছিল বেশ পূরান।
সেই ১৯৭০ সালে ম্যারেজ ডে তে আব্বা আম্মাকে উপহার দিয়েছিল। সেটা যে ১৯৮০ সাল পর্যন্ত চলছিল ধূঁকে ধূঁকে, সেটাই তো বেশী। অস্বাভাবিক ব্যাপার হলো আব্বা এটাকে ঠিক করার কোন উদ্যোগ নিল না। আমাদের তিন ভাই-বোনেরই মন খারাপ। একদিন, দু'দিন করে সময় পার হতে থাকলো।
টিভিহীন জীবনের সাথে অভ্যস্থ হয়ে উঠলাম আস্তে আস্তে। বলা চলে বাধ্য হলাম। পত্রিকা আর কতোক্ষণ পড়া যায়। মাসুদ রানাই বা কয়টা পাই, তখন পকেট মানিও তো সীমিত। পড়ালেখায় মন দিতেই হলো এক-আধটু।
প্রি-টেষ্ট হলো, টেষ্ট হলো। এরপর এস.এস.সি। যেদিন রিটেন শেষ হলো, সন্ধ্যায় আব্বা দেখি টিভির পিছন দিকটা খূলে বসেছে। আব্বা ডিপ্লোমা ইন্জিনিয়ার, পলেটেকনিকে মাষ্টারি করেছে ২২/২৩ বছর। দুই মিনিটেই দেখি টিভি চালু।
তখন আসল ঘটনা জানা গেলো। আব্বা আমার এই টিভি বাতিক সারানোর জন্য টিভির ভিতরের কি একটা খূলে রেখেছিলেন। তাই টিভি চলতো না।
ব্লগটা আমার সেই টিভি'র নেশার মতোই, বার বার কেবল ঢুকতে ইচ্ছা করে। আর একবার ঢুকলে ....।
বেরুতে কত সময় লাগে মূন্না ?
আমার সেই ক'মাসের টিভিহীন জীবনের ফলাফল - এস.এস.সি তে ৪টা লেটার সহ ১ম বিভাগ।
তাই বললাম - চিন্তা কর ব্লগটা আসলেই কি খূব দরকার এইমূহুর্তে তোমার জন্য ? একবার, দু'বার - তারপর তুমিই ঠিক করো কি করা দরকার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।