আমাদের কথা খুঁজে নিন

   

তাজুল সবাইকে তাক লাগিয়ে দিলেন

Tomorrow is Ours ইচরে পাকা যাদের বলে তাজুল ইসলামের নাম তাদের মধ্যে ছিল। কারন ক্লাস এইটে উঠেই ধুমপানের সাথে তার পরিচয় ঘটেছিল। তারপর তার সাথে ৩২ বৎসর একত্রে বসবাস। পরবর্তীতে যখন সত্যি সত্যি বিয়ে করলেন তখন স্ত্রী সতিনের সাথে ঘর করতে চাইলেন না। অগত্যা বউয়ের সাথে চললো লুকোচুরি।

পরে ছেলে-মেয়েরা মায়ের সাথে জোট বেধে বাবার বিরুদ্ধে করলেন অসহযোগ আন্দোলন। কিন্তু বিশ্ব বেহায়ার মতো টিকে থাকলেন তাজুল। একসময় নিজেই ভাবতে লাগলেন আর কতো বেহায়ার জীবন যাপন করবেন। অগত্যা নিজেই চেষ্টা করলেন, কিন্তু ধুমপান ত্যাগ কি এতো সোজা। সুতরাং ছেলে-মেয়েদের সাথেও চললো মিথ্যা বলা।

এক সময় হাপিয়ে উঠলেন। কিন্তু নির্ভরশীলতার কাছে হার মানলেন। তবে হতাশ হলেন না। হঠাৎ দেখা হলো তার সিগারট গুরুর সাথে। গুরুকে দেখে ভাবলেন, সিগারেট খেতে খেতে ধুমপান ছাড়ার উপায় নিয়ে আলোচনা করবেন।

কিন্তু গুরুর কথা শুনে হার্টবিট বন্ধ হওয়ার উপক্রম হলো। গুরু নাকি একমাস ধরে ধুমপান করছেন না। তিনি শপথ করেছেন, বাকী জীবন ধুমপান ছাড়াই কাটাবেন। গুরুকে শ্রদ্ধা জানাতে তিনিও শপথ নিলেন তিনিও আর সিগারেট খাবেন না। নিজের ও গুরুর জন্য কিনা সিগারেট দুরে ফেলে দিলেন।

নিজেকে আবিস্কার করলেন অন্য ভূবনের মানুষ হিসেবে। দিনটি ছিল ২০১০ সালের ৭ ই জুন অর্থাৎ দুই বছরের বেশী হতে চললো তিনি ধূমপান ছেড়ে দিয়েছেন। তাজুল ভাই এখন কেয়ার বাংলাদেশে সুবিধা বঞ্চিত মানুষের জীবন মান উন্নয়নের জন্য কাজ করছেন। আসুন এই "চ্যাম্পিয়ন অব চেঞ্জ" কে আমরা সেলুট জানাই। Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.