গত ১৪ ডিসেম্বর ২০০৮ তারিখে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ও ইরাকের প্রধানমন্ত্রীর মধ্যে স্বাক্ষরিত চুক্তির ফলে যুক্তরাষ্ট্র কর্তৃক বিনাবিচারে আটক হাজার হাজার ইরাকী বন্দীদের ইরাকী কর্তৃপক্ষের হেফাজতে ইরাকী হাজতে স্থানান্তর করার পথ উম্মুক্ত হয়েছে।
দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তিটি স্ট্যাটাস অফ ফোর্সেস এগ্রিমেন্ট (সোফা) নামে পরিচিত। এটি গত ৩১ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে। দীর্ঘ কয়েক মাসের পর্যালোচনা ও দু্ই পক্ষের মধ্যে আলাপ আলোচনার পর গত ২৭ নভেম্বর সোফা চুক্তি ইরাকী সংসদে অনুমোদিত হয়।
ইরাকী কর্তৃপক্ষ ইতোমধ্যে তাদের নিয়ন্ত্রিত হাজতে হাজার হাজার লোককে অভিযোগ ও বিচার ছাড়াই আতঙ্কিত অবস্থায় আটকে রেখেছে। তারা আইনজীবীদের সঙ্গে যোগাযোগের কোনো সুযোগ পাচ্ছেন না। আন্তর্জাতিক মানের সঙ্গে সঙ্গতিহীন বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে অনেকের মৃত্যুদণ্ডাদেশ পর্যন্ত দেয়া হয়েছে। ইরাকী কর্তৃপক্ষ তাদের নিয়ন্ত্রিত হাজত ও বন্দী শিবিরে রাজনৈতিক ও নিরাপত্তার কারণে আটক সন্দেহভাজনদের নিয়মিতভাবে নির্যাতন করে কিংবা তাদের সঙ্গে দুর্ব্যবহার করে।
আরো পড়ুন: Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।