উইকিলিকসকে গোপন নথিপত্র দেয়ার অপরাধে সাজাপ্রাপ্ত মার্কিন সেনা ব্র্যাডলি ম্যানিং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে সাজা মওকুফের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন।
ম্যানিংয়ের ব্যক্তিগত ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে জানা যায়, মঙ্গলবার আইনজীবী ডেভিড কমবস ম্যানিংয়ের হয়ে ক্ষমা চেয়ে একটি আবেদন করেছেন।
বিচার বিভাগের মাধ্যমে প্রেসিডেন্ট বারাক ওবামাকে লেখা এক চিঠিতে কমবস বলেন, আমি আপনার কাছে ম্যানিংয়ের বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করার এবং একটি ইতিবাচক পদক্ষেপ নেয়ার আবেদন জানাচ্ছি। আমি তার কারাদণ্ডের মেয়াদ কমিয়ে দেয়ার বা তাকে সম্পূর্ণ ক্ষমা করার আবেদন করছি।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিষয়টি সমর্থন করে যে চিঠি দিয়েছে সেটাও আবেদনপত্রের সংঙ্গে সংযোজন করা হয়েছে।
এদিকে হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে ম্যানিংয়ের ক্ষমা প্রার্থনার আবেদন অন্যসব আবেদনের মতোই বিবেচনা করা হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।