আমাদের কথা খুঁজে নিন

   

চেতনার অন্তগুঢ় স্রোতে

# শাফিক আফতাব # যা যায়, একবারেই যায়, আর ফেরেনা জীবনে আমাদেও ; আমরা শুধু স্মৃতির শরীর আঁচড়ে তারে পেতে চাই পুনঃ কত কথা, কত প্রেম, উদ্যান আর কত শোভা সমুদ্র তীরের ; হাতহীন হাতে হাতড়াই ব্যর্থ প্রয়াসে ; পাই শুধু শূন্য। কত প্রেম পড়ে থাকে ঘাসে, পূণির্মার আলোর গভীরে ; আর শিশির বিন্দুর প্রোজ্জ্বলতার মিটমিট আলোকবিন্দুর ভেতর : কতবার পেতে চাই পুরোনো সেই প্রেম, হৃদয় আচড়ে ; স্মৃতির চোখে দেখি, আহা ! সাদাকালোদিনে প্রেমগুলো কত মনোহর ! কফি হাউজ, প্রান্তরের ঘাস, রাই সরিষার ক্ষেত আর বিস্তীর্ণ ক্যাম্পাস ; মনে হয় কোন সুদূরের কল্পকাহিনির দেশের মনোরম দৃশ্যপট ; আর আমাদের হৃদয়ের শাশ্বত সুন্দর উষ্ণ উত্তাপের শ্বাস : আজও মোহিত করে আহা ! তোমার দেহের সুবাসে ঘ্রাণ উৎকট। যা যায়, তা আর ফেরেনা কখনো, ফেরে শুধু চেতনার অন্তগুঢ় স্রোতে ; ভেবে ভেবে সাড়া হই, হৃদয় খসে পড়ে, নীরবে অশ্র“ ঝরে চোখের পাতে। ৭.০২.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।