কি জানি কিসের ও লাগি প্রান করে হায় হায় ...
গত ১১ জানুয়ারীর ঘটনায় কেমন করে জানি সব বদলে গেল। অক্ষর একটা তুচ্ছ ঘটনা নিয়ে ব্যান হল। তার প্রতিবাদ করতে যেয়ে সীমানাহীন, ক-খ-গ, আমি, ইউনুস জেনারেল হয়ে গেলাম। এরকম না যে জেনারেল আগে হইনি , কিন্তু সামান্তা নামের এক ব্লগার এর অন্যায় এর জন্যে জেনারেল অথবা ব্যান হওয়াটা মেনে নেয়া আসলেই কষ্ট ছিল। তাহলে এই এতদিন ব্লগিং করে কি এই প্রতিদান?
এর মাঝে আমাদের জেনারেল হবার প্রতিবাদ এ কাকন, আশরাফ, কাক ভুষুন্ডিসহ আরো কয়েকজন ব্লগ থেকে বিরতি নেয়ার কথা ঘোষনা দিলেন।
কাল আবার হাসিব ভাই পোষ্ট দিলেন কারা কারা ব্যান অথবা জেনারেল সেইটার একটা লিষ্ট করে। সেইখানে এই ইস্যুটা আবার নতুন করে উঠল। ব্লগার জানা আপু একটা কমেন্ট এর পক্ষে বিপক্ষে অনেকে বললেন (আমি ব্যক্তিগত ভাবে কমেন্ট টা পছন্দ করি নি)।
যাই হোক, আমি উপরে প্রশ্ন করেছিলাম এতদিন ব্লগিং করে কি প্রতিদান পেলাম। আসলে কোন প্রতিদান পাবার জন্যে আসিনি।
গত এক সপ্তাহে অনেকেই বলেছে আমাদের কে ব্লগে ফিরে আসার জন্যে। এত এত ব্লগার এর সাপোর্ট, সবার এই পাশে দাড়ানোকে আমরা উপেক্ষা করতে পারিনি। আমরা আবার ফিরে এসেছি আমাদের এই প্রিয় সামুতে। আমি সবাইকে অনুরোধ করছি, আপনারা প্লিয সবাই ফিরে আসুন। আমরা আবার নতুন করে শুরু করতে পারি ..
আরেকটা কথা, যারা কোন কারনে ব্যান হয়েছেন বা জেনারেল হয়েছেন তাদের সবাইকে সেফ করা হোক, অবিলম্বে।
আর যারা কোন কারনে অভিমান করেছেন অথবা বিরক্ত হয়ে এই ব্লগ ছাড়ার চিন্তা করছেন, তাদের কাছে অনুরোধ, আপনারা প্লিয যাবেন না, ফিরে আসুন ...
যারা আমাদের পাশে ছিলেন এবং যারা ছিলেন না সবাইকে অনেক ধন্যবাদ...
নতুন দিনের অপেক্ষায় ...শুভ ব্লগিং ...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।