আমাদের কথা খুঁজে নিন

   

জামাত শিবিরের ২টি আভ্যন্তরিন ভাংগন

বুকের ভেতর বহুদূরের পথ.........

আজ এই লেখা পোস্ট করতে গিয়া দুইবার ডিলিট খাইছি। ম্যালাদূর লেখার পর কেমনে কেমনে নাই হইয়া গেল। এইডা থার্ড টাইম..... প্রথম ভাংগনঃ আই ডি এল ইস্যু জামাত স্বাধীনতার পরে পলিটিক্সে নামে আই ডি এল (ইসলামিক ডেমোক্রেটিক লীগ) নামে ১৯৭৬ সালে। মাওলানা রহিম ছিলেন লিডার। ১৯৭৯র নির্বাচনে ৬টা সিট পায় আই ডি এল।

সম্ভবত: এতেই তাদের সাহস বেড়ে যায়, ১৯৭৯ সালে আবার পুরনো নামে আত্নপ্রকাশ করে। মাওলানা রহিম '৭১ এর কলংকময় ইতিহাস পেছনে ফেলে সম্ভবতঃ নতুন করে সবকিছু শুরু করতে চাইছিলেন কিন্তু গোলাম আজমের নেতৃত্বে জামাতের প্রভাবশালী মহল তা মানে নাই। ফলে রহিম সাহেব আলাদা হয়ে গেলেন, নয়া আমীর হলেন গোলাম আজম। দ্বিতীয় ভাংগনঃ যুব শিবির এই ভাংগনের ইতিহাস বড়ই মজার। এর নেতৃত্ব দিয়েছিলেন আহমদ আবদুল কাদের, বর্তমানে খেলাফত মজলিশের নেতা।

আগে বাম রাজনীতি করতেন বলে শুনেছি। অত্যন্ত মেধাবী হওয়ায় তরতর করে অনেককে ডিংগিয়ে উনি '৮০র দশকের প্রথম দিকে শিবিরের কেন্দ্রীয় সভাপতি হন। মূলতঃ দুটো বিষয় নিয়ে উনি জামাতের সাথে রিরোধে জড়িয়ে পড়েন। আহমদ আবদুল কাদের জামাতের প্রভাব থেকে শিবিরকে বের করতে চেয়েছিলেন আর যুব শিবির নামে একটি যুব সংগঠন করতে চেয়েছিলেন। ফলাফল- বহিস্কার।

জামাত শিবিরের অনেকে এখনো উনাকে সি আই এর এজেন্ট মনে করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.