আমাদের কথা খুঁজে নিন

   

স্পষ্ট- কিন্তু অস্পষ্ট



তুমি একা একা বসে আছো। মোটা ফ্রেমের চশমা আর পেপার টা এই মূহুর্তে তোমার প্রিয় সঙ্গী। নরম রোদ তোমার পা নিয়ে লুকোচুরি লুকোচুরি খেলছে। আজকাল এই বারান্দাটাই তোমার ঠিকানা। রোজ এই একই জায়গায় বসে তুমি ফিরে যাও তোমার থেমে থাকা বর্তমান ছেড়ে চলমান অতীতে।

চলমান বোল্লাম কারণ তোমার কাছে সেইদিনগুলোর সেই মূহুর্তগুলো এখনো জীবন্ত। বারান্দার পাশে বিশাল গাছটার পাতা তোমার সাথে আলো ছায়ার খেলা খেলছে। মনে পড়ে যায় ছোটো চারা গাছটা কত যত্ন করে লাগিয়েছিলে যেই দিন এই বাড়ির দেয়ালের প্রথম ইটটা গাঁথা হয়েছিল। সেই সাথে আরো অনেক কিছুই তোমার মনে পরে যাচ্ছে। কতো কতো মুখের ভীড়ে স্পষ্ট হতে থাকে একএকটা মুখ.... একএকটা ঘটনা..... তাদের সাথে পার করা একএকটা মূহুর্তের ছবি।

তোমার মা তোমার বাবা.....তারপর তোমার ভাই বোনদের দেখেলে। এরপর স্পষ্ট হতে থাকে তোমার শৈশবের বন্ধন তারপর কৈশর... এরপর যৌবনের বন্ধন গুলো। হাসি আর কষ্টের মিশ্র ছাপ পড়ে তোমার চেহারায় যখন ঐ একজনের মুখটা স্পষ্ট হয়। যাকে চেয়েছো কিন্তু পাওয়া হয়নি কনোদিন। এরপর সেই মুখটা আসলো যেটা এখনো স্পষ্ট।

বছরখানেক আগেও এই বারান্দায় তোমাকে সঙ্গ দিয়ে গেছে। এই একজনই ছিলো তোমার জীবনের দীর্ঘদিনের সঙ্গী। এরপরের মুখগুলো অনেক স্পষ্ট। তারা তোমার উত্তোরসুরী। কতো সফল মানুষ তুমি।

এখনো তুমি দাম্ভিক, জেদী তোমার কুচকে যাওয়া ত্বক ঝাপসা দৃষ্টি সব কিছু মেনে নিয়েই। চমৎকার! কেমন সুখ সুখ ভাব তোমার মুখে। কিন্তু আমার মনে বড় কষ্ট! এতো এতো মুখের ভীড়ে আমি নেই। আমার কথা মনে পড়লোনা তোমার। অনেক দিন ধরেই আমাকে তোমার মনে পড়ে না।

রোজ আমার ছোট্টো ফুসফুস ছিড়ে বড় বড় দীর্ঘশ্বাস বাতাসে মিলিয়ে যায়! আমি রোজ আসি একটা আশা নিয়ে হয়তো আজকে আমার কথা তোমার মনে পড়বে... কিন্তু রোজ একবুক কষ্ট নিয়ে ফিরে যাই। তোমার স্মৃতিতে আমি নেই। আমি তো ছিলামনা। তাই হয়তো থাকবোনা কনোদিন। যাই, খোলা আকাশে আমার দুঃখ জমা রাখি গিয়ে।

তোমার তো এখন খাবার সময় হয়ে এসেছে। তোমার কতকালের লাগামহীন জীবন এখন ঘড়ির কাঁটা মেনে চলে আর আমার এককালের ছকে বাঁধা জীবন এখন সময়ের হিসাব মানেনা। ডানা ঝাপটানোর শব্দে ঝিমুনি কেটে গেলো মানুষটার। বড় গাছের ডাল থেকে উড়ে যাওয়া কাকটা নিঃশব্দে এসে ছিল.... কিন্তু তার যাওয়াটা .... অনেক সরব। মানুষটার মনে পড়ে যায় তার জীবনে এইভাবে গোপনে একজন এসেছিলো বসন্তদিনে ..যাবার বেলায় রেখে গেছে গভীর ক্ষত।

সেই যন্ত্রনা এতদিন পরও তাজা আছে.............. শুধু মুখটাই অস্পষ্ট!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.