আমাদের কথা খুঁজে নিন

   

দেবদূতের বিবাহ নামা ----- ১

সখা, নয়নে শুধু জানাবে প্রেম, নীরবে দিবে প্রাণ, রচিয়া ললিতমধুর বাণী আড়ালে গাবে গান। গোপনে তুলিয়া কুসুম গাঁথিয়া রেখে যাবে মালাগাছি। এই ব্লগের©শান্তির দেবদূত।

১. পৃথিবীর সবচেয়ে আরামের পোষাক আমার মতে লুঙ্গি। কি সুন্দর, কোন বোতাম নাই, চেইন লাগানোর ঝামেলা নাই, খালি মাথার উপর দিয়া ছাইড়া কমড়ে একটা গিট দিয়া দিলেই ঝামেলা শেষ।

আর কি সুন্দর নিচদিয়া হাওয়া বাতাস ঢুকে। আবার খুলতেও কোন ঝামেলা নাই । বেল্টও পড়তে হয়না। ...... যাই হওক আমার এত সাধের " লুঙ্গি " বিয়ার এক দিনের মাথার ছাড়তে হলো ...... তার এক কথা, " লুঙ্গি পরা কারও সাথে আমি সংসার করতে পারবো না " ....... ২. খুব ভোরে ঘুম থেকে উঠেই আমি পত্রিকাটা নিয়ে বাতরুমে ঢুকে যাই, তার পর ঘন্টা খানেক সময় নিয়ে পেপার পড়ি আর প্রকৃতির ডাকে সারা দেই। আঃহ !! কমোডের উপর বসে পেপার পড়ার মজাটাই আলাদা .... অসাধারন !!! আমার কপালে এত সুখ সইলো না .... বিয়ার পরের দিনই পেপার নিয়ে বাতরুমে ঢুকার উপর নিষেধাঙ্গা আরোপ করে আমার সাধের বৌ .... তার কথা, বাতরুমে পেপার নিয়ে ঢুকলে পেপার দু্র্গন্ধযুক্ত হয়ে যায় !!!! আমি বলি, তাহলে শুধু পেপার কেন ? আমার জামা কাপড়, সাবান, ব্রাশ এমন কি আমার শরীরও তো দু্র্গন্ধযুক্ত হতে পারে।

তার এক কথা, "খবরদার , নিষেধ করেছি বাস্ করেছি, পেপার নিয়ে বাতরুমে কোন ঢুকা নাই, এই আমার শেষ কথা " ৩. সারা বাড়ি হেটে হেটে দাঁত মাজার মজাই আলাদা .... সময় নিয়ে ঘুরে ঘুরে দাত মাজা, একটু পর পর এসে বেসিনে মুখে জমা ফেনা ফেলে আবার হাটা শুরু করা, উফ! জটিল মজাদার ..... ... বৌ এর এক কথা, বাতরুমে ঢুকে দরজা বন্ধ করে ২/৩ মিনিটের মধ্যে দাত মেজে তার সামনে হাজিরা দিতে হবে। বললাম কেন ? কি সমস্যা ? সে বললো, একজন লোক সারা বাড়ি হেটে হেটে দাত মাজছে !! উফ !! ভয়াবহ !! আমার নাঁড়িভুঁড়ি উল্টিয়ে বমি আসে তোমার এক ছোটলুকি কাজ কারবার দেখলে !!!! আজ থেকে হেটে হেটে দাঁত মাজা একেবারে বন্ধ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।