আমাদের কথা খুঁজে নিন

   

তিনি ছিলেন সবার প্রিয় আল-আমিন

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিশোর বয়সেই কোরাইশদের মধ্যে সত্যবাদিতা ও নীতিনিষ্ঠার জন্য খ্যাতি অর্জন করেন। আরবের সেই অন্ধকার সমাজে তিনি আলোকবর্তিকা হিসেবে বিবেচিত হতেন। তিনি ছিলেন সততায় সবার জন্য দৃষ্টান্তস্থানীয়। বিশ্বস্ততায় তার তুলনা ছিলেন তিনি নিজেই। সেই নবীন বয়সেই তিনি কোরাইশদের মধ্যে ঐক্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়েছেন।

নবুয়ত প্রাপ্তির আগের ঘটনা। পবিত্র কাবাগৃহের সংস্কারকাজ চলছে। এমন সময় পবিত্র হাজরে আসওয়াদ কাবা শরিফের দেয়ালে কে রাখবে তা নিয়ে কোরাইশ সর্দারদের মধ্যে বিরোধ দেখা দিল। সবাই চায় এই সম্মানজনক কাজ নিজের হাতে করতে। এ নিয়ে তাদের মধ্যে এমন বিরোধের সৃষ্টি হলো যার সমাধান পাওয়া দুষ্কর হয়ে উঠল। শেষ পর্যন্ত বিরোধ মীমাংসায় সিদ্ধান্ত নেওয়া হলো, আগামীকাল ভোরে যে সর্বপ্রথম পবিত্র কাবাগৃহে প্রবেশ করবে সে এ সমস্যার যে সমাধান দেবে, সবাই তা মেনে নেবে। যেমন ভাবা তেমন কাজ। কোরাইশ সর্দাররা তাদের সব দ্বন্দ্ব মেটাতে পরদিন সকাল পর্যন্ত অপেক্ষা করার প্রশ্নে ঐকমত্য হলেন। পরদিন সকালে সবাই দেখলেন কাবাগৃহে প্রবেশ করছেন এক যুবক। তারা অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলেন এ যুবক আর কেউ নন এ তো তাদের আল আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কিশোর বয়সেই কোরাইশদের কাছে আল আমিন বলে পরিচিতি লাভ করেছিলেন। কোরাইশ সর্দাররা তাকে তাদের সিদ্ধান্তের কথা জানালেন। বললেন, তারা পবিত্র হাজরে আসওয়াদ সরানো নিয়ে যে সমস্যায় পড়েছেন তার সমাধানের দায়িত্ব তাকেই নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ সর্দারদের কথা শুনলেন এবং মাটিতে একটি চাদর বিছালেন। তারপর তিনি নিজ হস্তে পবিত্র হাজরে আসওয়াদ ওই চাদরের ওপরে রাখলেন। তারপর কোরাইশ সর্দারদের আহ্বান জানালেন, এবার আপনারা সবাই চাদরের এক কোণে হাত দিয়ে এটি দেওয়াল পর্যন্ত নিয়ে যান। সর্দাররা সন্তুষ্টচিত্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন করলেন। তারপর তিনি নিজের হাতে হাজরে আসওয়াদ কাবার দেওয়ালে স্থাপন করলেন। তার বুদ্ধিমত্তায় কোরাইশ সর্দাররা মারাত্দক ধরনের দ্বন্দ্ব থেকে রক্ষা পেলেন। সবাই সন্তুষ্ট হলেন হাজরে আসওয়াদ নিজ হাতে সরানোর মর্যাদা পেয়ে।

লেখক : খতিব, আল-আমিন জামে মসজিদ, খুলনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.