লক্ষীপুরের মজু চৌধুরীরহাট বাজারে শনিবার রাতে ফারিয়া হেলথ সেন্টারের পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় সুজন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনার বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় এক ঘণ্টা ওই চিকিৎসা কেন্দ্র ঘেরাও ও লাশ নিয়ে মিছিল করে। সুজন মেঘনা নদীর ভাসমান জেলে আলাল উদ্দিন মাঝির ছেলে। জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮ টায় জ্বর ও নিউমোনিয়া জনিত অসুস্থতার কারণে সুজন মজু চৌধুরীরহাট বাজারে ফারিয়া হেলথ সেন্টারের পল্লী চিকিৎসক রিয়াজ উদ্দিনের কাছে নিয়ে আসেন। এ সময় চিকিৎসক একটি ইনজেকশন পুশ করলে সুজন আরও অসুস্থ হয়ে পড়ে।
পরে তাকে সদর হাসপাতালে নেওয়ার সময় পথেই তার মৃত্যু হয়। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় একটি প্রভাবশালী মহল ডাক্তারের পক্ষ নিয়ে নিহতের পরিবারকে ৫০ হাজার টাকা দিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।
এ ব্যাপারে সদর থানার ওসি ইকবাল হোসেন বলেন, অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।