সেই চিরবিদ্রো.... যে লড়াই , কখনো শেষ হয়না....
চুপ করে থাকতে পারলাম না। একের পর এক পোষ্ট পড়ছে। অমি রহমান পিয়ালের জেজের ব্যানারে চেতনার পক্ষে।
আমার বোধটুকুন আমি শেয়ার করার বাসনায় লিখতে বাধ্য হলাম।
পতিতালয়ে ধরা খেয়ে সাধু সাধার চেষ্টার গল্প বহু পুরানো।
কোন জামাতী যদি ঐ রুপ ক্ষেত্রে বলে যে আমি তাদের ঈমানের পথে আনতে এখানে এসেছি তা বিশ্বাস করা যতটা অবিশ্বাস্য, তারচে বেশি বৈ কম নয় চেতানর নামের এই দাবী।
কেউ কেউ বলছেন যৌনতা বাস্তব। তাই রাখডাকের প্রয়োজন নেই!!!
তবে কি তিনি জঙ্গল আইনে চলতে চান? সভ্য মানুষ এ জন্যেই সভ্য যে সত্য হলেও বিবেক জ্ঞান লাজ লজ্জ্বার আবরনে সুস্থ সুন্দর হয়ে চলতে পারে। প্রাণী মাত্রই যৌনতা সংশ্লিষ্ট। তাই কি সারমেয়দের মতো স্বাধীনতার নামে পথে নেমে পড়তে চান বহুরুপি চেতনার নামে?
আমরা সবাই জানি সন্তান কিভাবে হয়।
তাই আপনার ২/৩ বছরের শিশুটি যখন বলে আব্বু আমি কিভাবে এলাম? তখন কি সুস্থ কোন মানুষ তার সবিস্তার বর্ণনা দেন? দেন না-এটাই সভ্যতা।
এখানেই বিবেক, রুচি, মানসম্পন্নতা, সুস্থতা,সামাজিকতা গড়ে উঠে।
আর যারা জেজের নামে বৈধতা দিতে চাচ্ছেন তাদের দশা ঐ লেজ কাটা শিয়ালের গল্পের মতো। যে ফাঁদে পড়ে লেজ হারিয়ে অন্য সব শিয়ালকে নিয়ে মিটিং করে বোঝায়- দেখ লেজ একটা অপ্রয়োজনীয় অংশ আমরা কেন এইটা বহন করছি চলো কেটে ফেলি টাইপের।
কারণ যৌনতা যেমন নিত্য।
তেমনি তার সুস্থতাও নিত্য বটে। যৌনতার অসুস্থরাই জেজে টাইপে বিকাশ এবং বিস্তারে সহায়ক। সুস্থ যৌনতা স্বাভাবিকও বটে। তা ধৈর্যশীল। তা শান্ত।
তা সমাজের ৮০ ভাগে বিরাজমান। ২০ % অসুস্থ যৌনতার চেতনাতো কোন মাপকাঠি হতে পারে না।
তার উপরে তাতে চড়িয়েছ মুক্তিযুদ্ধের চেতনা। !!!!!!!
সত্যি বিস্ময়কর সব অসম্ভবের এই দেশ! বিস্ময়কর তার সন্তানেরা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।