আমাদের কথা খুঁজে নিন

   

চেতনার সম্ভ্রম বনাম স্ববিরোধীতার আয়নায় মুখোশের আড়ালে মুখ !

বন্ধ জানালা, খোলা কপাট !

জৈবিক চাহিদা ঈশ্বর প্রদত্ত । যৌনতা বিজ্ঞান সম্মত । প্রাপ্ত বয়স্ক নর-নারী মাত্রই কাম তাড়নায় তাড়িত হন । নর-নারী পরস্পরের জন্য, পরস্পরকে হয় প্রয়োজন । দু'জন প্রাপ্ত বয়স্ক মানুষের যৌনতাকে সামাজিক রূপ দিতেই বিয়ে নামক প্রথাটির প্রচলন ।

এভাবে মনুষ্য প্রজাতি ক্রমবিকাশমান, ক্রমবর্ধমান । যৌনতা আমাদের আদিপুরুষের মাঝে ছিলো, ফলস্বরূপ আমাদের জন্ম ! যৌনতা আমাদের মাঝে আছে, ফলে আমাদের সন্তানদের জন্ম হয় । সমাজ স্বয়ং তার নিজস্ব সামাজিক রীতির আদলে যৌনতাকে স্বীকৃতি দেয় বিবাহ নামক সামাজিক প্রথার মধ্য দিয়ে । এত কথার কারণ একটাই, উপরের লাইনগুলোতে পরিস্কার করে দেয়া যে, যৌনতাকে আমরা অস্বীকার করতে পারিনা কিছুতেই । সম্ভব নয় ।

জীবন চাহিদার টানে আমরা কর্ম করি । ভাত-মাছ খাই । সেগুলো থেকে যতটুকু গ্রহণ করার আমাদের শরীর গ্রহণ করে, বাকীটুকু বর্জ্য হিসেবে হিসু-হাগু করে শরীর বের করে দেয়। প্রাপ্ত বয়স্ক মানুষের শরীরে প্রতিদিন যে শুক্রানুর জন্ম হয়, সেগুলোও বের করার দরকার পড়ে যায়, ডাক্তারী বিজ্ঞান তা-ই বলে । আমরা আড্ডা দেই ।

বিনোদিত হই । মুভি দেখি । সেই বিনোদন হতে পারে নানারকম । মুভিগুলো হতে পারে নানা ক্যাটাগরির । কমার্শিয়াল, ক্ল্যাসিক, এডাল্ট ! এডাল্ট মানুষ মাত্রই এডাল্ট মুভির প্রতি দুর্বলতা থাকা খুবই স্বাভাবিক ।

যদি কেউ অস্বীকার করেন, তিনি ভন্ড ! অথবা তার সুযোগের অভাব । সুযোগ পান না বলেই তিনি দেখতে পান না, বা দেখেন না ! মাদ্রাসার হুজুর, মাদ্রাসার ছাত্র, কুরান -হাদীস নিয়ে পড়ে থাকে এরকম মানুষেরও এডাল্ট মুভির প্রতি আসক্তি থাকতে দেখেছি । তিনি এডাল্ট, তিনি দেখতেই পারেন । একটিকেটে দুই ছবি দেখতে যাওয়া দর্শকের ভিড়ে, তরুণদের যেমন পাওয়া যায় , পাওয়া যায় বাপ-চাচার বয়েসী মানুষদেরও । আন্তর্জালের বিশাল বিশ্বের বিপুল সম্ভার যারা ঘাঁটাঘাঁটি করেন, জীবনে একবার হলেও তারা কোন পর্ণো সাইটে ঢুঁ মারেন, একবার হলেও পর্ণো মুভি ডাউনলোড করেন, দেখেন ।

এসবে আমি কোন সমস্যা দেখিনা । যৌবনজ্বালা বা যৌবনযাত্রা সাইটটিতে কখনও যাওয়া হয়নি । আমি খুব একজন সাধু পুরুষ বলেই তেমনটা হয়েছে এরকম ভাবার বা বলার কারণ নাই । আন্তর্জালে আমার গন্ডিটা নির্দিষ্ট কিছু সাইটে সীমাবদ্ধ বলেই, আমার হাতে পর্যাপ্ত সময় নেই বলেই, যেখান থেকে আমি ব্রাউজ করি সেখানে এরকম সাইটগুলো ফিল্টারিং বলেই বরং সেটা সম্ভব হয়নি, হয়না । সুযোগ পেলে যে, সুযোগটা আমি গ্রহণ করবো না, সেরকম বলার ভন্ডামিটা করতেও আমি রাজি নই ! জীবনে অসংখ্য এডাল্ট মুভি দেখেছি, সুযোগ পেলে আরো দেখবো, সেটা অস্বীকার করার স্ববিরোধীতাকেও আমি ঘৃণা করি ।

আমাদের নিজস্ব জগতে কোন না কোনভাবে জৈবিক চাহিদা মেটায় আমরা । আমরা পর্ণো সাইটে ঘুরাঘুরি করি । সুযোগ পেলে পর্ণো মুভি দেখি । যৌণতায় লিপ্ত হই-- এইসব কিছুতে যদি সমস্যা না থাকে, প্রাপ্তমনস্ক মানুষের প্রাপ্তবয়স্ক চিন্তায় যদি সমস্যা না থাকে, প্রাপ্তবয়স্কদের একটি সাইট থেকে কোন দিন বদলের ডাক যদি আসে সমস্যা কি ? চেতনার সম্ভ্রম নষ্ট করে দেয় একজন অমি রহমান পিয়াল আরিফ জেবতিক ভাই এর ওই পোস্টটিতে গিয়ে আমি অবাক হয়ে গেছি । প্রাপ্ত বয়স্ক কিছু মানুষের স্ববিরোধীতা দেখে অবাক হয়েছি ।

যৌবনযাত্রা থেকে যুদ্ধাপরাধীদের বিচারের দাবীটি জোরালো হওয়াতে ইনারা তার বিরোধীতা করছেন ! আমি অবাক হতাম না, যদি আওরঙ্গজেব, শঙ্খচীল, সরপ বা ১৯৭১ আমার চেতনা নিকধারী ব্লগের চিহ্নিত রাজাকারেরা শুধু এর বিরোধীতা করতো ! তাদের পিতৃপুরুষের ঋণ শোধ দেবার মানসে তারা সেটা করবে , এতে অবাক হবার কিছু নেই ! অথচ, এমন কিছু মানুষকে এর বিরোধীতা করতে আমি দেখছি, যাদেরকে আমি সমমনা বলে জানি, মুক্তমনা বলে জানি, মুক্তিযুদ্ধের চেতনাধারী বলে জানি, বন্ধু বলে জানি ! তাঁদের কাছে আমার বিনীত জিজ্ঞাসা,- "প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রাপ্তবয়স্ক সাইটে যাওয়া যদি ঠিক থাকে , প্রাপ্তবয়স্কদের একটি আন্দোলন, প্রাপ্তবয়স্কদের একটি সাইট থেকে শুরু হলে ক্ষতি কি ? জাত যায় যায় বলে এই কলরোলে মুখোশের আড়ালে মুখ লুকিয়ে রাখার স্ববিরোধীতা কেন ?" সেরিলাক বা নিডো খাওয়া কোন শিশু নই, অপ্রাপ্ত বয়স্ক কোন অপ্রাপ্ত মনস্ক অপরিপক্ক কিশোর নয়, সমাজকে বদলে দেবার জন্য দরকার পড়ে প্রাপ্তবয়স্ক, প্রাপ্তমনস্ক শক্তিমান মানুষের ! প্রাপ্তবয়স্কদের সাইট যৌবনযাত্রা থেকে "যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে" যে আন্দোলন যৌবনের গতিশীল যাত্রায় শুরু হয়েছে, আমি তাকে দাঁড়িয়ে সম্মান জানাই । আমি তাঁদের স্যালুট দেই ! আপনারা আমার আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা, অভিবাদন গ্রহণ করুন !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।