নিরব যোদ্ধা।
চরম অবহেলা আর অযত্নে অবশেষে সম্রাটের মৃত্যু হয়েছে। শনিবার রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার একমাত্র এই বাঘটি মারা গেলে চিড়িয়াখানাটি বাঘশূন্য হয়ে যায়। পশুচিকিৎসক বলেন, বার্ধক্যজনিত কারণেই বাঘটি মারা গেছে। অবহেলা কিংবা অযত্নে সম্রাটের মৃত্যু হয়নি। ১৯৯৭ সালে চট্রগ্রামের সাফারী পার্ক থেকে ৬ বছর বয়সী এই বাঘটি রাজশাহীতে আনা হয়েছিল। এখানে তার নাম রাখা হয় সম্রাট। এর চামড়াটি খুলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগে সংরক্ষণের জন্য দেয়া হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।